হোসেনপুরে চুরি হওয়া ২ গরু উদ্ধার করলো পুলিশ
কিশোরগঞ্জের হোসেনপুরে চুরি হওয়া দুইটি গরু উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৭ মে) রাতে হোসেনপুর ও কিশোরগঞ্জ সদর থানায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন হোসেনপুর উপজেলার দক্ষিণ মাধখলা গ্রামের ইসমাইল হোসেনের ছেল জহিরুল ইসলাম ও কিশোরগঞ্জ সদর থানার চৌদ্দশত জালিয়াপাড়ার মরহুম সুরত আলীর ছেলে আ. হাসিম।
জানা যায়, গত ২ মে উপজেলার দক্ষিন মাধখলা গ্রামের বাসিন্দা ও হোসেনপুর সরকারি কলেজের প্রভাষক পার্থ প্রতীম ভট্টাচার্যের গোয়ালঘর থেকে দুইটি গরু চুরি হয়। এ থানায় অভিযোগন করলে লাগাতার অভিযান পরিচালনা করতে থাকে পুলিশ৷ পরে,গতকাল রাতে হোসেনপুর থানা ও কিশোরগঞ্জ সদর থানা এলাকায় অভিযান পরিচালনা দুইটি গরু ও চোরাই গরু বিক্রির এক লক্ষ তিন হাজার পাঁচশত টাকা সহ ওই দুইজনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৮ মে (সোমবার) আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
৫১৯ দিন ২১ ঘন্টা ৫৬ মিনিট আগে
৫১৯ দিন ২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
৫৩৩ দিন ১৮ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫৩৫ দিন ২২ ঘন্টা ১১ মিনিট আগে
৫৪১ দিন ১ ঘন্টা ২৮ মিনিট আগে
৫৪২ দিন ১ ঘন্টা ১৭ মিনিট আগে
৫৫৪ দিন ৩ ঘন্টা ৩ মিনিট আগে
৫৬৫ দিন ২ ঘন্টা ৭ মিনিট আগে