লালপুর মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা স্লোগান লেখা ফুচকা খেয়ে অভয়নগরে ২১৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঈদের ছুটিতে সুন্দরবনে রাশিয়ার রাষ্ট্রদূতসহ দেশী-বিদেশী পর্যটকের ভিড় কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসু মানুষের ঈদ আনন্দ-উচ্ছাস উখিয়ায় মাদক কারবারি ইমাম হোসেন আটক শিক্ষার্থী ও দুরারোগ্য আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদান চৌদ্দগ্রামে তারেক রহমানের ঈদ উপহার পেলে শহীদ আইয়ুবের পরিবার সাতক্ষীরায় পাটকেলঘাটায় আলামিন ফাজিল মাদ্রাসার ৪০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত মাগুরায় গার্মেন্টস মালিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, হুমকির মুখে গার্মেন্টস প্রতিষ্ঠান টাঙ্গাইলের মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী সভায় বক্তব্য দেন জিয়া ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট মোহাম্মদ আলী নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠিত মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী করছেন বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোহাম্মদ আলী পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন সেনবাগ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত অনৈতিকভাবে লিজের অভিযোগ রেলওয়ে কতৃপক্ষের বিরুদ্ধে যারা গুপ্ত রাজনীতি করে তাদের জন্য শুভকামনা নেই, ছাত্রদল সভাপতি আক্কেলপুর মেলায় পুতুল নাচের নামে অশ্লীলতা গুডিয়ে দিল উপজেলা প্রশাসন. লালপুরে শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত। ব্যাংক বন্ধ হবে না, ঘুরে দাঁড়াতে না পারলে একীভূতকরণ: গভর্নর সীমান্তে পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি, উত্তেজনা জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলাবাহিনী নির্ঘুম থেকে কাজ করছে’

লোকজ ঐতিহ্য কুলা, ঝনত ঝনত শব্দে মন ছুঁয়ে যায়।



"আমি হলাম ভাঙা কুলা ফেলি চুলার ছাই,

এরপরে আর গিন্নির কাছে আমার কদর নাই"

নতুন থাকলে গিন্নি আমার গায়তো কত গান,

যতই আমি হচ্ছি পুরান কমছে ততোই মান।


অভিলাষ মাহমুদের 'ভাঙ্গা কুলার আত্নকথন'কবিতার এ পঙতিগুলি কুলার আবেগী নিগূঢ় মাহাত্ম্য ফুটিয়ে তুলে দক্ষিণা হিমেল বাতাসে ঐতিহ্যের জয়ধ্বনি ভাসিয়ে দেয়।যা জানান দেয় কুলা আমাদের গৃহস্থালির মুখ্য সরঞ্জাম। 


বাঙলার ঐতিহ্য ধারণকারী কিশোরগঞ্জের পল্লি গাঁয়ের পরতে পরতে কৃষাণীদের গৃহকর্মের অবিচ্ছেদ্য সরঞ্জাম কুলা।

কুলো বা কুলা বড় সমতল তলাওয়ালা চ্যাপ্টা পাত্র যার একটি দিকের কানা খোলা। আকৃতি অনেকটা ইংরেজি অক্ষর ইউ এর মত। বক্র দিকটি উঁচু কানাওয়ালা। সোজা দিকটি কানা ছাড়া।


ধান ঝাড়তে, ধানের চিটা পরিষ্কারে কিম্বা বাদাম,গম,ভূট্টা,চাল,ডাল ইত্যাদি থেকে ময়লা আলাদা করতে ব্যবহার করা হয় কুলা।গায়ে হলুদের অনুষ্ঠানে সাজ-সজ্জার কাজে লাগে।নতুন বর-কনেকে বরণ করে নিতে ঐতিহ্যগত ভাবে এখনও কিশোরগঞ্জের বিভিন্ন অঞ্চলে বরণ ডালা সাজানো হয় কুলায় ধান,দূর্বা,মিষ্টিসহ আনুষাঙ্গিক নৈবেদ্য। এছাড়াও পূজা অর্চনায় এ কুলা ব্যবহার করা হয়।


কুলা দিয়ে ধান ঝাড়া এযেন এক বিরল দৃশ্য।

গাঁয়ের প্রকৃতিকে আরও প্রানবন্ত জীবনদান করে কৃষাণীদের কুলা দিয়ে ধান ঝাড়ার দৃশ্য। রাস্তার পাশে ধান আর কুলোর ঝনত ঝনত শব্দ মনে এক প্রশান্তির আলিঙ্গন তৈরি করে।


জানা যায়,কুলোর উপর বিভিন্ন দানা শস্য নিয়ে কুলোর কিনারার বক্র অংশটি ধরে উপর নিচে ঝাঁকানো হয়। ফলে কানাবিহীন অংশটি, যা ধরে থাকা অংশ থেকে সবচেয়ে দূরে থাকে, সেই অংশের গতি সবচেয়ে বেশি হয়। চাল ও খোসার মিশ্রণ একবার হাওয়ায় লুফলে ভারী চাল তারাতাড়ি নিচে পড়ে, কিন্তু হাল্কা ধানের খোসা বাতাসের রোধের ফলে ধীরে পরে ও চালের উপরে আলাদা স্তর তৈরি করে যা সহজেই আলাদা করে কানাবিহীন অংশ দিয়ে ফেলে দেওয়া যায়।


জেলার হোসেনপুর, বাজিতপুর এবং কটিয়াদিসহ বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায় ১শ থেকে ১শ ৫০ টাকায় বিক্রি হচ্ছে কুলা।


জেলার হোসেনপুর উপজেলার বাঁশ-বেতের নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র কিম্বা কৃষি সরঞ্জাম তৈরির কারিগর ছন্দু মিয়া জানান,কুলা আমাদের নিত্য প্রয়োজনীয় যন্ত্র যুগ যুগ ধরে মানুষের বিভিন্ন কাজে ব্যবহার হয়ে আসছে।তবে এখন এর চাহিদা একটু কমে আসছে কারণ বাজারে প্লাস্টিকের তৈরি কুলা পাওয়া যায়,যা গৃহস্থালির কাজে ব্যবহার না হলেও ঐতিহ্যগত বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করে।


হোসেনপুর উপজেলার সাহেবের চর গ্রামের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শাকিল আহমেদের বাড়ীতে কুলা দিয়ে বাদাম ঝাড়তে দেখা যায় কয়েকজনকে, কুলা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,যেহেতু আমি ইলেক্টো মেডিকেলে ডিপ্লোমা করছি তাই কুলা সম্পর্কে আমার জ্ঞান কম তবে পারিপার্শ্বিক শিক্ষায় জেনেছি, 

কুলা নিত্য প্রয়োজনীয় একটি গৃহস্থালি যন্ত্র এছাড়াও ঐতিহ্যের ধারক বাহক। আবার

আবর্জনা ফেলার কাজেও ব্যবহার করা যায়। কুলো ভেঙ্গে গেলে তাকে খাদ্য শস্য বাছবার কাজের বদলে এইসব কাজে ব্যবহার করা হয়, সেই থেকে “ছাই ফেলতে ভাঙা কুলা” বাগধারাটি এসেছে।

Tag
আরও খবর

হোসেনপুরে আওয়ামীলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

৫১৯ দিন ২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে