আবারো মঞ্চ মাতাতে আগামী ৪ নভেম্বর লন্ডন আসছেন,দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আকাশ মাহমুদ। জগন্নাথপুর উপজেলা আন্তর্জাতিক গীতিকবি পরিষদ ও রাধারমণ একাডেমীর আমন্ত্রণে রাধারমণ উৎসবে সংগীত পরিবেশন করার জন্য দেশের জনপ্রিয় এই সংগীতশিল্পী আকাশ মাহমুদ লন্ডন আসছেন। রাধারমণ একাডেমীর জুবায়ের আহমদ হামজা একটি বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
জনপ্রিয় সংগীতশিল্পী আকাশ মাহমুদ গান গেয়ে লাখো ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। যা ইতি মধ্যে অনুরাগীদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। আবারো গান গাইতে লন্ডনে আসছেন তিনি।
অনুষ্ঠানটি আয়োজন করেছেন জগন্নাথপুর উপজেলা আন্তর্জাতিক গীতিকবি পরিষদ ও রাধারমণ একাডেমী।
এছাড়া লন্ডনে অবস্থানকালে তিনি বিভিন্ন শহরে সংগীত পরিবেশন করবেন। যারা অনুষ্ঠান করাতে আগ্রহী, তারা যোগাযোগ করতে পারেন, জুবায়ের আহমদ হামজা (+447754206895) ও আমির হোসেন-(+447810775883) আনোয়ার হোসেন, জান্নাতুল ইসলাম বাবুল।
৪৯ দিন ১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
৫৭ দিন ১ ঘন্টা ৩৫ মিনিট আগে
৭১ দিন ১৭ ঘন্টা ১৩ মিনিট আগে
৮১ দিন ১৩ ঘন্টা ১ মিনিট আগে
৮১ দিন ১৩ ঘন্টা ৪ মিনিট আগে
১০১ দিন ১৯ ঘন্টা ৫ মিনিট আগে
১১৩ দিন ২০ ঘন্টা ১১ মিনিট আগে
১১৩ দিন ২০ ঘন্টা ১৯ মিনিট আগে