ভেড়ামারা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন বিনা প্রতিদ্বন্দীতায় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে যথাক্রমে ওয়ালিউল ইসলাম ওলি ও ওমর ফারুক নির্বাচিত হবার সম্ভাবনা।
ভেড়ামারা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র জমা দানের আজ বৃহস্পতিবার ছিল শেষ দিন নির্বাচনে অংশগ্রহণের জন্য মোট ১৩ টি পদে ২৫ জন প্রার্থী ভিন্ন ভিন্ন পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২ জন প্রার্থী।সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন ৪ জন। সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে একজনই মনোনয়নপত্র জমা দিয়েছেন আর তিনি হলেন সাংবাদিক ওয়ালিউল ইসলাম ওলি। সাংগঠনিক সম্পাদক পদে একমাত্র সাংবাদিক ওমর ফারুক মনোনয়নপত্র দাখিল করেছেন।অন্যান্য পদগুলোতে প্রতিদ্বন্দিতা আছে সবগুলো পদে।নির্বাহী সদস্য পদে জমজমাট প্রতিদ্বন্দিতা হচ্ছে।
তবে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ওয়ালিউল ইসলাম ওলি এবং সাংগঠনিক সম্পাদক পদে ওমর ফারুক একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার মতো পরিবেশ সূচিত হয়েছে তাদের। উল্লেখ্য প্রতিষ্ঠা পরবর্তীকালে এবারই প্রথম ভেড়ামারা প্রেস ক্লাবের সাংবাদিকদের প্রত্যক্ষ ভোটে প্রেসক্লাব নেতৃত্ব গঠন করা হচ্ছে। প্রতি দুই বছর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হবে মর্মে গঠনতন্ত্রে সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে।
১৪ দিন ৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
২৮ দিন ১৮ ঘন্টা ২০ মিনিট আগে
৫৪ দিন ১৮ ঘন্টা ৫৭ মিনিট আগে
৭১ দিন ১ ঘন্টা ৮ মিনিট আগে
৮০ দিন ১৩ ঘন্টা ৫১ মিনিট আগে
১২৩ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে
১৪৫ দিন ৪ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৫০ দিন ১৯ ঘন্টা ৫২ মিনিট আগে