ঝিনাইদ সদর হতে অপহরণ ছাত্রীকে উদ্ধার সহ অপহরণ চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে র্যাব-৬
মামলার সুত্রে জানা যায়,ধৃত আসামী অপহরণ মামলার এজাহারভূক্ত প্রধান আসামী । জানা যায়, ভিকটিম একটি মহিলা কলেজের ১ম বর্ষের ছাত্রী। আসামী ব্যক্তিগতভাবে ভিকটিমকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দেওয়াসহ নানাভাবে উত্যক্ত করে আসছিল। ভিকটিম আসামীর কু-প্রস্তাবে রাজী না হয়ে ঘটনার বিষয়টি তার পিতা মাতাকে অবহিত করে।
গত ইং ০৭ মার্চ ২০২৪ ভিকটিম প্রাইভেট পড়ার জন্য বাড়ী হইতে ঝিনাইদহ পৌরসভাধীর সরকারী কে.সি কলেজের পশ্চিম পাশ্বে কোচিং সেন্টারের সামনে পাকা রাস্তার উপর পৌছালে মামলার আসামী মোঃ তারেক রহমান পরিকল্পিতভাবে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে অপহরণ পূর্বক তুলে নিয়ে যায়। ভিকটিমের পিতা বাদী হয়ে মোঃ তারেক রহমান(২০) এর বিরুদ্ধে ঝিনাইদহ জেলার সদর থানায় একটি অপহরণ ও সহায়তা করার বিষয়ে মামলা দায়ের করেন।
ঝিনাইদহ র্যাব- ৬ জানান,মামলার প্রধান আসামী মোঃ তারেক রহমানকে গ্রেফতারের উদ্দেশ্যে গতকাল ১৭ মার্চ র্যাব-৬ ঝিনাইদহ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, অপহরণকারী দলের মূলহোতা মোঃ তারেক রহমান ঝিনাইদহ জেলার সদর থানার হামদহ বাইপাস এলাকায় অবস্থান করছে।
এমন ভিত্তিতে আভিযানিক দলটি জেলার সদর থানাধীন হামদহ বাইপাস এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ভিকটিম শোভা খাতুন(১৭)কে উদ্ধারসহ উক্ত অপহরণ চক্রের মূলহোতা ১। মোঃ তারেক রহমান(২০), পিতা- মোঃ ওবায়দুর রহমান সাং- কেষ্টপুর, থানা- ঝিনাইদহ সদর থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে।গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
১৪ দিন ৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
২৮ দিন ১৮ ঘন্টা ১৭ মিনিট আগে
৫৪ দিন ১৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
৭১ দিন ১ ঘন্টা ৫ মিনিট আগে
৮০ দিন ১৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
১২৩ দিন ৪ ঘন্টা ২৪ মিনিট আগে
১৪৫ দিন ৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৫০ দিন ১৯ ঘন্টা ৪৯ মিনিট আগে