ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ঐতিহ্যবাহী সাচার রথযাত্রা ব্যাপক উৎসাহ উদ্দিপনায় গত মঙ্গলবার চাঁদপুরের কচুয়া উপজেলার সাচারে ভারতীয় উপমহাদেশের অন্যতম বৃহত্তম শ্রী শ্রী জগন্নাথ দেবের ১৫৬তম রথ যাত্রা অনুষ্ঠিত হয়েছে। যাহা সাচার রথ নামে পরিচিত। বিকাল সাড়ে ৫ টায় জগন্নাথ ধাম অংগনে এ রথযাত্রার উদ্বোধন করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
এসময় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ, চাঁদপুর জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, ইউপি চেয়ারম্যান মনির হোসেন, উপজেলা যুবলীগ নেতা নিমাই সরকার, আওয়ামী লীগের সভাপতি তালুকদার, ২নং পাথৈর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন লিটন, সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা, সহকারী প্রধান শিক্ষক গনেশ ধর, সাবেক প্রধান শিক্ষক শ্রী বটু কৃষ্ণ বসু, ইউনিয়ন যুবলীগের সভাপতি লিটন তালুকদার, সাবেক ইউপি সদস্য বাসার মেম্বার, সাচার রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি শুকদেব গোস্বামী ও সাধারন সম্পাদক প্রদীপ গোপ বাসুদেব সাহা, শ্রী নিখিল দাস, লিটন সাহা, রঞ্জিত সাহা,সহ অন্যান্য নেতৃবৃন্দ।
রথটি টেনে প্রায় ৫০০ গজ দূরে সাচার বাজারের পুলিশ ফাঁড়ির সামানে নিয়ে যাওয়া হয়। এই রথ টানায় হাজার হাজার ভক্তবৃন্দ অংশ নেয়। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে ফেরত রথযাত্রা।