চাঁদপুরের কচুয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রত্যাহার করে নিয়েছেন সকল ইউপি সদস্যরা।গত ২ জুলাই রবিবার উপজেলার ৩নং বিতারা ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইসহাক সিকদারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লিখিত ভাবে অনাস্থা প্রকাশ করেন। পরে আবার মঙ্গলবার দুপুরে কচুয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অভিযোগকারীদের মধ্যে ৯জন ইউপি সদস্য তাদের অনাস্থা প্রত্যাহারের আবেদন করেন।
এব্যাপারে ইউপি সদস্য রুহুল আমিন,ইসমাইল মোল্লাসহ কয়েকজন জানান, চেয়ারম্যানের সাথে বিভিন্ন কারনে আমাদের মতনৈক্য ছিলো। এ নিয়ে আমরা অভিযোগ দায়ের করি। কিন্তু বিষয়টি আমাদের উভয়ের মাঝে সমঝোতা হওয়ায় তা প্রত্যাহার করেছি।
ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. ইসহাক সিকদার জানান, আমি ঈদের আগ থেকে অসুস্থ রয়েছি। ফলে মেম্বারদের সাথে যোগাযোগের কিছুটা দুরত্ব সৃষ্টি হয়েছে। এর ফলে তারা মান অভিমান করে ইউএনও’র কার্যালয়ে একটি অভিযোগ দিয়েছে। সহসায় সকল মেম্বারদের নিয়ে মান অভিমান সমাধান করা হবে।
১০ দিন ১২ ঘন্টা ৩৪ মিনিট আগে
১০ দিন ১৭ ঘন্টা ২ মিনিট আগে
২৪ দিন ৬ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৩ দিন ৫ ঘন্টা ৪১ মিনিট আগে
৬৯ দিন ২০ ঘন্টা ৪৬ মিনিট আগে
৭২ দিন ১৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
৭৬ দিন ১১ ঘন্টা ৪০ মিনিট আগে