চাঁদপুরের কচুয়ায় বেকার যুবকদের দারিদ্র বিমোচনের লক্ষ্যে রিক্সা বিতরণ করা হয়েছে। ০৫ ই জুলাই বুধবার দুপুরে উপজেলার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ মাঠে মুনতাসীর মামুন-ফাতেমা ট্রাষ্টের অর্থায়নে বেকার যুবকদের কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র বিমোচনের লক্ষে গরীব অসহায় ও দিনমজুরদের মাঝে রিক্সা বিতরণ করা হয়। রিক্সা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সফল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক একুশে পদক প্রাপ্ত ড. মুনতাসীর মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান, ট্রাষ্টের সদস্য সমাজকর্মী ফাতেমা মামুন, কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ, কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান নুরে-ই-আলম রিহাত, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভুইয়া। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ উপজেলার ২০ জন বেকার যুবকদের মাঝে রিক্সা ও চাবি বিতরণ করেন।
১০ দিন ১২ ঘন্টা ৩৫ মিনিট আগে
১০ দিন ১৭ ঘন্টা ৩ মিনিট আগে
২৪ দিন ৬ ঘন্টা ২৮ মিনিট আগে
৩৩ দিন ৫ ঘন্টা ৪২ মিনিট আগে
৬৯ দিন ২০ ঘন্টা ৪৭ মিনিট আগে
৭২ দিন ১৭ ঘন্টা ৪০ মিনিট আগে
৭৬ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে