চাঁদপুরের কচুয়ার আলোচিত সালিশ বৈঠকে গৃহবধূ আকলিমা আক্তারের ওপর প্রকাশ্যে হামলার ঘটনার মামলার প্রধান আসামী হামলাকারী আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার চাঁদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট কার্তিক চন্দ্র দাসের আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। মামলার বাদী পক্ষের আইনজীবি অ্যাড. মো. হেলাল উদ্দিন দৈনিক দেশচিত্রকে বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য যে, আকলিমা আক্তারের প্রথম স্বামী আঃ রহিম মজুমদারের মৃত্যুর পর দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে গত বুধবার (৯ আগস্ট) কচুয়া উপজেলার সিংআড্ডা গ্রামে পূর্ব শত্রুতার জেরে সালিশ বৈঠকে গৃহবধূ আকলিমা আক্তারকে প্রকাশ্যে বেধরক মারধর করে তার প্রথম স্বামীর পক্ষের আত্মীয় (ভাসুরের ছেলে) আলমগীর হোসেন। এ ঘটনায় ভুক্তোভোগী ওই নারী কচুয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ ইউপি সদস্যসহ ৪জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন।
৪ দিন ২ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৭ দিন ১৬ ঘন্টা ৮ মিনিট আগে
১৭ দিন ২০ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩১ দিন ১০ ঘন্টা ০ মিনিট আগে
৪০ দিন ৯ ঘন্টা ১৫ মিনিট আগে
৭৭ দিন ২০ মিনিট আগে
৭৯ দিন ২১ ঘন্টা ১৩ মিনিট আগে