চাঁদপুরের কচুয়া উপজেলা যুবলীগের নেতাকর্মীদের সাথে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের যৌথ মনোনয়ন প্রাপ্ত ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব আলহাজ্ব গোলাম হোসেনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার হাসিমপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালালের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম এর পরিচালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক এনবিআর চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মোঃ গোলাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ শাহজাহান শিশির,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আঃ জব্বার বাহার, বাতেন সরকার, আওয়ামী লীগ নেতা মনির হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, কচুয়া পৌর কমিশনার উম্মে খায়ের রুমি,সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান সরদার,উপজেলা যুবলীগের এান বিষয়ক সম্পাদক নিমাই সরকার, উপজেলা যুবলীগের সদস্য মোহাম্মদ বাবুল ভূঁইয়া প্রমুখ।
এসময় মতবিনিময় সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।