পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা করলো গীতা স্কুল পরিচালনা পরিষদ(জিএসপিপি) কচুয়া উপজেলা শাখা (চাঁদপুর)। গেলো ৬ই সেপ্টেম্বর বুধবার কচুয়া বিশ্বরোডে অবস্থিত ট্রমা হাসপাতাল থেকে শোভাযাত্রা শুরু করে পলাশপুর কালী মন্দির রোড হয়ে কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে গিয়ে জন্মাষ্টমী পরিষদের শোভাযাত্রায় যুক্ত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল হাসান প্রধান অতিথি, অফিসার ইনচার্জ ইব্রাহিম খলিল বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন এবং পৌর মেয়র নাজমুল আলম স্বপন উদ্বোধক হয়ে মূল র্যালির উদ্বোধন করেন। মূল র্যালির সাথে গীতা স্কুল পরিচালনা পরিষদের র্যালিটি কচুয়া বাজার প্রদক্ষিণ করে বিশ্বরোড হয়ে কচুয়া উপজেলা পরিষদের মিলনায়তনে গিয়ে শেষ হয়।
গীতা স্কুল পরিচালনা পরিষদ কর্তৃক রাধা কৃষ্ণের সাঁঝ ও রঙ্গিন কুলায় শুভেচ্ছা জ্ঞাপন।
উপজেলা পরিষদের মাঠে নির্বাহী অফিসার বেলুন উড়িয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন। জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সোহাগ মজুমদারের সঞ্চালনায় ও সভাপতি সন্তোষ সেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল হাসান, সহকারী কমিশনার(ভূমি) মো: ইবনে আল জাহিদ হোসেন, অফিসার ইনচার্জ ইব্রাহিম খলিল, হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি প্রাণধন দেব, সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার, পূজা উদযাপন পরিষদের সভাপতি ফণি ভূষণ মজুমদার তাপু, সাধারণ সম্পাদক বিকাশ সাহা, সহ সভাপতি শিবুলাল সাহা, গীতা স্কুল পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সাংবাদিক ও মানবাধিকার কর্মী রাজীব চন্দ্র শীল ও বিভিন্ন হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ।
বিশ্বের যে কোন প্রান্ত থেকে রাই কিশোরী এয়ার ট্রাভেলস্ থেকে বিমানেট টিকেট কাটা যায়।
ধারণা করা হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম জন্মাষ্টমী উদযাপন চাঁদপুর জেলায় প্রথম স্থান অধিকার করবে কচুয়া উপজেলা। কারন এবারের জন্মাষ্টমীতে গীতা স্কুল পরিচালনা পরিষদ কচুয়া শাখা চমক দেখিয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা রাজীব চন্দ্র শীল বলেন, কচুয়া উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে আমাদের প্রায় ৩৫০জন সারথী যোগদান করে। এছাড়া আমরা রাধা কৃষ্ণের সাঁঝ, লাল পাইড় সাদা শাড়ীর পরিহিত মাতৃ পরিষদের ১০জন মহিলা সারথীর হাতে রঙ্গিন কুলায় শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা সংবলিত লেখা, ব্যান্ড পার্টি ও বিভিন্ন ফেস্টুন দিয়ে শোভা যাত্রার সৌন্দর্য বর্ধন করায় সকলের দৃষ্টি আকর্ষিত হয়েছে।
বক্তব্য রাখছেন গীতা স্কুল পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সাংবাদিক ও মানবাধিকার কর্মী রাজীব চন্দ্র শীল।
চাঁদপুর জেলায় শোভাযাত্রা উপলক্ষ্যে যদি কোন সংগঠন প্রথম স্থান অর্জন করে তাহলে সেটি হবে গীতা স্কুল পরিচালনা পরিষদ।
এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি জিএসপিপি ১নং ইউনিয়ন কমিটির সভাপতি রাজীব সরকার, সাধারণ সম্পাদক সমির সরকার, ৩নং ইউনিয়ন কমিটির সভাপতি নির্মল শীল, ৪নং ইউনিয়ন কমিটির প্রতিনিধি রুপন বাইন, ৫নং ইউনিয়ন কমিটির প্রতিনিধি তাপস সরকার, ৭নং ইউনিয়ন প্রতিনিধি প্রকাশ বৈদ্য, ৯নং ইউনিয়ন কমিটির সভাপতি অর্পন সরকার, উপজেলা অর্থ সম্পাদক সুজন সূত্রধর, পঙ্কজ সরকার, রাজীব চক্রবর্তী, ১১নং ইউনিয়ন কমিটির আহ্বায়ক শীপন মজুমদার, ১২নং ইউনিয়ন কমিটির সভাপতি সাগর সূত্রধর, সাধারণ সম্পাদক মিন্টু সূত্রধরসহ সকল ইউনিয়নের সারথীদের। যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই শোভাযাত্রা সফল হয়েছে। তিনি আরো বলেন, গীতা স্কুল পরিচালনা পরিষদ মীরসরাই উপজেলা শাখা, সীতাকুণ্ড উপজেলা শাখাও শোভাযাত্রা পালন করে এছাড়া সারা বাংলাদেশসহ বিদেশে অবস্থিত সারথীরা নিজ নিজ অবস্থান অনুযায়ী জন্মাষ্টমী উদযাপন করেছে।
৪ দিন ২ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৭ দিন ১৬ ঘন্টা ৮ মিনিট আগে
১৭ দিন ২০ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩১ দিন ১০ ঘন্টা ০ মিনিট আগে
৪০ দিন ৯ ঘন্টা ১৫ মিনিট আগে
৭৭ দিন ২০ মিনিট আগে
৭৯ দিন ২১ ঘন্টা ১৩ মিনিট আগে