চাঁদপুরের কচুয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ ওমর ফারুক নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। সোমবার সকালে কচুয়া - গৌরীপুর সড়কের ঘাগড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পশু চিকিৎসক উপজেলার উত্তর পালাখাল গ্রামের মোঃ হাবিব উল্লাহ্'র ছেলে। আহতরা হলেন একই উপজেলার সাচার ইউনিয়নের রাগদৈল গ্রামের আবু তাহের ও তার স্ত্রী জীবনের নেছা, ও কলাকোপা গ্রামের নবীর হোসেন।
জানাযায়,সোমবার সকালে পশু চিকিৎসক মোঃ ওমর ফারুক মামলার হাজিরা দিতে বাড়ি থেকে সিএনজি যোগে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন। এসময় ঘাগড়া নামক স্থানে এলে ঢাকাগামী একটি আল আরাফাহ্ বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ওমর ফারুক নিহত হয় এবং সিএনজিতে থাকা আরও দুইজন আহত হয়। আহতরা বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান আল আরাফাহ্ বাসের বেপরোয়া গতির কারণে কয়েকদিন পরপরই কচুয়া - গৌরীপুর সড়কে সড়ক দূর্ঘটনার ঘটনা ঘটে। এতে করে অনেক মায়ের বুক খালি হচ্ছে। এভাবে বেপরোয়া গতিতে গাড়ি চালালে সড়ক দুর্ঘটনা দিনদিন বেড়েই চলবে। তাই কচুয়া - গৌরীপুর সড়কে আল আরাফাহ্ বাস চলাচল বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয় সচেতন মহল।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইব্রাহিম খলিল জানান ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।
৪ দিন ২ ঘন্টা ৩১ মিনিট আগে
১৭ দিন ১৬ ঘন্টা ৩ মিনিট আগে
১৭ দিন ২০ ঘন্টা ৩১ মিনিট আগে
৩১ দিন ৯ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪০ দিন ৯ ঘন্টা ১০ মিনিট আগে
৭৭ দিন ১৫ মিনিট আগে
৭৯ দিন ২১ ঘন্টা ৮ মিনিট আগে