চাঁদপুরের কচুয়ায় ২০ কেজি গাঁজাসহ হযরত আলী (৪৫) নামক এক মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। ১৬ই নভেম্বর বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার এস.আই মোঃ সামছুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দোয়াটি এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ তাকে আটক করে। আটককৃত মাদক কারবারি হযরত আলী পাশ্ববর্তী কুমিল্লা জেলার তিতাস উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত হোসেন মোল্লার ছেলে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, আটককৃত হযরত আলীর বিরুদ্ধে কচুয়া থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আসামিকে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।