আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেওয়ার দিন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ১৯৭১ এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সেই হিসেবে বিজয়ের ৫২ বছর পূর্তির দিন আজ।
এই দিনটিকে স্মরণ রাখতে চাঁদপুরের কচুয়া উপজেলা রাগদৈল আই এম উচ্চ বিদ্যালয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন দাস এর সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক মোঃ শাহ আলম চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মোঃ মহাসিন ফরাজী।
আরো বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মতিউর রহমান,ম্যানেজিং কমিটির সদস্য রঞ্জিত সরকার, মোঃ আলী আরশাদ ওনাঈম ভূঁইয়া প্রমুখ।
পরে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার্থীদের ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার তুলে দেন অত্র বিদ্যালয়ের শিক্ষক এবং ম্যানেজিং কমিটি ও অন্যান্য সদস্যরা।
১০ দিন ১২ ঘন্টা ৩৬ মিনিট আগে
১০ দিন ১৭ ঘন্টা ৪ মিনিট আগে
২৪ দিন ৬ ঘন্টা ২৯ মিনিট আগে
৩৩ দিন ৫ ঘন্টা ৪৩ মিনিট আগে
৬৯ দিন ২০ ঘন্টা ৪৮ মিনিট আগে
৭২ দিন ১৭ ঘন্টা ৪২ মিনিট আগে
৭৬ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে