চাঁদপুরের কচুয়ার বিভিন্ন গ্রামাঞ্চল হতে লোহার টিউওয়েল ও টিউবওয়েলের হাতল চোর চক্রের মূল দুই হোতাকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ।
দীর্ঘদিন যাবত এ চক্রটির সন্ধান করছিল থানা পুলিশ। এরা কচুয়ার গ্রামাঞ্চলের বিভিন্ন বাসা-বাড়ী হতে প্রায়ই লোহার টিউবওয়েল ও টিউবওয়েলের হাতল চুরি করে নিয়ে যাচ্ছিল।
বিভিন্ন সূত্রে টিউবওয়েল ও হাতল চুরির তথ্য জানতে পেরে অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে চক্রটিকে হাতে নাতে ধরতে একটি স্পেশাল টিম গঠণ করা হয়। থানা এলাকার সকল বিটের ভাংগারি দোকানগুলোতে একযোগে একাধিক অভিযান পরিচালনা করা হয়। চক্রটিকে হাতেনাতে ধরতে ভাংগারি দোকান মালিকদের সহায়তা চাওয়ার পাশাপাশি তাদের উপর গোয়েন্দা নজরদারীও বাড়ানো হয়। এভাবেই সফলতার মুখ দেখে পুলিশ। বিভিন্ন স্থান হতে চুরি করা ৫টি চোরাই টিউবওয়েল সংশ্লিষ্ট চোর চক্র রহিমানগর বাজারে বিক্রি করতে নিয়ে যাবে মর্মে প্রাপ্ত একটি গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৫ ডিসেম্বর, ২০২৩ তারিখ রাত অনুমান ৮ টার দিকে রহিমানগর বাজার এলাকায় স্থানীয় কতিপয় ব্যবসায়ির সহায়তায় এসআই মামুন ও এসআই যশমন্তের নেতৃত্বে অভিযান চালায় থানা পুলিশের গঠন করা স্পেশাল টিম। লক্ষীপুর-থ-১১-১৫০৯ রেজিষ্ট্রেশন নম্বরের একটি সিএনজি থ্রি হুইলার যোগে রহিমানগর বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া ৫টি চোরাই টিউবওয়েলসহ কচুয়া থানার দৌলতপুর প্রধানিয়া বাড়ীর বাচ্চু মিয়ার ছেলে সিরাজ(২৬) এবং সিলেটের সুনামগন্জ জেলার জগন্নাথপুর থানার গুদগাঁও গ্রামের মৃত লেচু মিয়ার ছেলে, বর্তমানে কচুয়া থানার নলুয়া গ্রামের জিন্নত আলীর ভাড়াটিয়া মোঃ সামছুদ্দিন(৪৫)'কে হাতেনাতে আটক করা হয়। আটকের পর গ্রেপ্তারকৃতরা কচুয়া থানা এলাকার বিভিন্ম স্থান হতে সহযোগীদের মাধ্যমে চোরাই টিউবওয়েল সংগ্রহ ও বিক্রি করে লাভবান হওয়ার কথা অকপটে স্বীকার করে এবং তাদের সহযোগীদের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দেয় পুলিশকে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। চোরাই টিউবওয়েল উদ্ধারের ঘটণায় কচুয়া থানায় ধৃত ২ আসামীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করে আজ তাদের চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
১০ দিন ১২ ঘন্টা ৩৫ মিনিট আগে
১০ দিন ১৭ ঘন্টা ৩ মিনিট আগে
২৪ দিন ৬ ঘন্টা ২৮ মিনিট আগে
৩৩ দিন ৫ ঘন্টা ৪২ মিনিট আগে
৬৯ দিন ২০ ঘন্টা ৪৭ মিনিট আগে
৭২ দিন ১৭ ঘন্টা ৪০ মিনিট আগে
৭৬ দিন ১১ ঘন্টা ৪১ মিনিট আগে