চাঁদপুরের কচুয়া উপজেলার বক্সগঞ্জ গ্রামে অবস্থিত শিশু শিক্ষার এক অনন্য নাম গোলামুর রহমান মডেল একাডেমী । ২০০৯ সালে একাডেমীর পরিচালক ও শিক্ষানুরাগী গোলাপ শাহ এর উদ্যাগে শিশু শিক্ষার আলো ছড়াতে স্থাপন করা হয়েছে এ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রাথমিক শিক্ষা সমাপনীতে শতভাগ ফলাফল অর্জন,কিন্ডার গার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে আসছে । বর্তমান এ একাডেমীতে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী ও প্রধান শিক্ষকসহ ১০ জনের একঝাক তরুন মেধাবী শিক্ষক—শিক্ষিকা নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
স্থানীয় অভিভাবকরা জানান, এ প্রতিষ্ঠানটি মনোরম পরিবেশে অবস্থিত হওয়ায় সঠিক শিক্ষা, বিনোদন ব্যবস্থা, সরকারী—বেসরকারী অনুষ্ঠান পালন ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা থাকায় বিদ্যালয়টি সবার কাছে অন্যরকম প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।
গোলামুর রহমান মডেল একাডেমীর পরিচালক মোঃ গোলাপ শাহ জানান, প্রতিষ্ঠানটি ব্যবসায়িক উদ্দেশ্য নয়। কোমলমতি শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা বিস্তারের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি আরো জানান, শিক্ষক মন্ডলী,অভিভাবক ও শিক্ষার্থীদের যথাযথ প্রচেষ্টায় বিদ্যালয়টি শতভাগ উত্তীর্ণসহ সুনাম ধরে রাখছে। বিদ্যালয়টি পূর্বের ফলাফল ও শিক্ষার মান ধরে রাখতে শিক্ষকদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তাছাড়া ২০২৩ সাল কিন্ডার গার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় ২০জন শিক্ষার্থী অংশগ্রহন করে একজন স্পেশাল ট্যালেন্টপুলসহ ৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। সুশিক্ষা ও নৈতিক শিক্ষা পাঠদানের মাধ্যমে বিদ্যালয়টি এগিয়ে চলছে। বিদ্যালয়ের ফলাফল অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করছেন তিনি।