◾তারিকুল ইসলাম সুজন
'আমাদের প্রিয় খাসেরহাট' স্বেচ্ছাসেবী সংগঠনের প্রযোজনায় মাদারীপুরের কালকিনি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
গতকাল শুক্রবার (২৩ সেপ্টেম্বর )সকাল ০৭টা থেকে মাদারীপুরের কালকিনি উপজেলার খাসের হাট এলাকায় স্কুল, কলেজ, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন বাড়ির আঙিনায় ৭০০টির অধিক বৃক্ষরোপণের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু করেন স্বেচ্ছাসেবীরা।
জলবায়ু সংকট মোকাবিলায় বৃক্ষ রোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনের জন্য বৃক্ষ রোপণের কার্যকরী ভূমিকা পালনে সচেষ্ট এই স্বেচ্ছাসেবী সংগঠন। এবারের আয়োজনে প্রায় ৫০টি দেশীয় প্রজাতির ও ৫ হাজার ফলজ এবং ঔষধি বৃক্ষ রোপণ করে।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন 'আমাদের প্রিয় খাসেরহাট' এর স্বেচ্ছাসেবী আবিদ জাহান আশিক । এছাড়াও আরও উপস্থিত ছিলেন সৈয়দ আবুল হোসেন স্কুল এন্ড কলেজের প্রভাষক ফরিদ উদ্দিন,বিশিষ্ট সাংবাদিক তারিকুল রহমান বাদল খান, চন্দ্রকলির সমন্বয়ক শাখাওয়াত উল্লাহসহ স্থানীয় জনগণ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ফরিদ উদ্দিন বলেন, বর্তমানে জলবায়ুর প্রভাবে পৃথিবীর আবহাওয়া পরিবর্তন হচ্ছে। এর প্রভাব আমাদের দেশেও পড়ছে। জলবায়ু সংকট মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নাই।
এছাড়াও প্রতিটি গাছের উপকারিতা তুলে ধরে গাছের যত্ন নেয়ার জন্য বাড়ির মালিকদের অনুরোধ জানান। চন্দ্রকলীর স্বেচ্ছাসেবীদের এমন কর্মসূচি ও বাস্তবায়ন পরিবেশের জন্য কল্যাণকর হওয়ায় সাধুবাদ জানান স্থানীয় জনসাধারণ ও অতিথিবৃন্দ।
উল্লেখ্য, গত ৪ বছর ধরে চন্দ্রকলির সমন্বয়ক শাখাওয়াত উল্লাহ নিজস্ব পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখতে ঔষধি-ফল ও বিরল প্রজাতিসহ শতাধিক প্রজাতির প্রায় ৬০ হাজার চারা রোপণ ও বিতরণ করেছেন।
১৫ দিন ১৬ ঘন্টা ২৭ মিনিট আগে
৫৯ দিন ২২ ঘন্টা ২৭ মিনিট আগে
৬৫ দিন ২ ঘন্টা ১০ মিনিট আগে
১০৪ দিন ৩ ঘন্টা ৮ মিনিট আগে
১৩২ দিন ১ ঘন্টা ২১ মিনিট আগে
১৩৯ দিন ১৯ ঘন্টা ২৩ মিনিট আগে
২৩১ দিন ৩ ঘন্টা ১২ মিনিট আগে