মাদারীপুরের ডাসারে গলায় ফাস দিয়ে রহস্যজনক মৃত্যু।
মোঃমানিক তালুকদারঃ
কালকিনি ও ডাসার উপজেলা প্রতিনিধি।
মাদারীপুরের ডাসারে গলায় ফাস দিয়ে সুরেন বাড়ৈ(৬৫) রহস্যজনক মৃত্যূ। খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনা স্থান থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়,মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রামে ইউনিয়নের বেতগ্রাম এলাকার মৃত্যু রাম জীবন বাড়ৈ ছেলে সুরেন বাড়ৈ,তার নিজ বসত ঘরের সামনের আঙ্গিনার সাথে কাঠাল গাছের ডালে গলায় পলেস্টারে কাপুড় দিয়ে আত্মহত্যা করেন।
আজ মঙ্গলবার সকাল আনুঃ ৬ টায় বাড়ির পাশের সজল বাড়ৈ টিউবওয়েলে পানি নিতে এসে দেখতে পেয়ে আত্মচিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
ঘটনা স্থানে গিয়ে দেখা যায়,সুরেন বাড়ৈ, কাঠাল গাছের সাথে গলায় ফাস দেয়া কিন্তু
তার পা দুটো মাটিতে। মনে হয় সে কাঠাল গাছের নিচে দাড়িয়ে আছে।
এ দৃশ্য দেখেতে পেয়ে, এলাকার বিভিন্ন মহল রহস্যজনক মৃত্যু মনে করছেন।
গোপন সুত্রে জানাযায়, ওই এলাকায় পূর্ব থেকেই দু গ্রুফের মাঝে একটি অন্তকন্দল রয়েছে।
সুরেন এর পরিবারের লোকজন কেউ বাড়িতে ছিল না,সে বাড়িতে একাই বসবাস করত।
ডাসার থানার এসআই ইব্রাহিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থানে গিয়ে লাশটি উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেন।
সুরেন এর মেয়ে মুক্তি বাড়ৈ বলেন, বাবা বাড়িতে একাই ছিল। সে আমাদের সাথে থাকতে চায় না বিধায় একা থাকে।
এ ব্যাপারে ডাসার থানার এসআই ইব্রাহিম বলেন, খবর পেয়ে ঘটনা স্থানে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করি। তবে লাশের পা দুটো মাটিতে ছিল।
১৫ দিন ১৬ ঘন্টা ২৫ মিনিট আগে
৫৯ দিন ২২ ঘন্টা ২৫ মিনিট আগে
৬৫ দিন ২ ঘন্টা ৮ মিনিট আগে
১০৪ দিন ৩ ঘন্টা ৫ মিনিট আগে
১৩২ দিন ১ ঘন্টা ১৯ মিনিট আগে
১৩৯ দিন ১৯ ঘন্টা ২০ মিনিট আগে
২০৪ দিন ২৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
২৩১ দিন ৩ ঘন্টা ১০ মিনিট আগে