জবিতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি, মার্কিন ও সৌদি দূতাবাসে স্মারকলিপি প্রদান লালপুর থানা থেকে ছাত্রদল নেতাকে ছিনতাই, ওসিসহ ৪ পুলিশকে প্রত্যাহার উপজেলা আহ্বায়ক কমিটিতে সাবেক ছাত্রদল নেতা উৎফুল্ল নেতা-কর্মী সুন্দরবনে অপহৃত নারী সহ ৩৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চৌদ্দগ্রাম মিরশ্বান্নী বাজার ছাগলকে নল দিয়ে পানি খাইয়ে মোটাতাজা করানোর সয়ম ৯জন কে আটক করেছে উপজেলা প্রশাসন। স্বল্পমেয়াদি সংস্কারে সম্মত হলে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে কার ওপর ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা হেদায়েতের জন্য দোয়া করা কুষ্টিয়ায় সাহেরা খাতুন ফাউন্ডেশন ও হাজ্বী নায়েব আলী সাংস্কৃতিক কেন্দ্র কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণ বাঘায় ইউনিয়ন পরিষদ থেকে-১০৪৩ কেজি টিসিবির পণ্য চুরীর অভিযোগ চিলমারীতে গাজায় গণহত্যা প্রতিবাদে সাংবাদিক ফোরামের বিক্ষোভ মিছিল একজন জনপ্রিয় অধ্যাপক এবং আদর্শ বাবার শেষ পরিণতি দৃঢ়ভাবে আগাও - নূরুল ইসলাম নাযীফ ফিলিস্তিন - শাহীন খান রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষার্থী কমেছে ১৯ হাজার রাজশাহী কলেজে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে ছাত্রশিবিরের বিক্ষোভ নরসিংদী কমিউটার ট্রেন ঘোড়াশাল স্টেশনে স্টপেজ দেওয়ায় পলাশের জনমনে স্বস্তি লালপুরে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপনে নাগেশ্বরীতে প্রস্তুতি সভা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নন্দীগ্রামে বগুড়া হাইওয়ে পুলিশ সুপারের পথসভা

মাদারীপুর, ডাসারে ইতালি নেওয়ার কথা বলে নির্যাতনের স্বীকার সোহেল মাতুব্বর।

মাদারীপুর, ডাসারে ইতালি নেওয়ার কথা বলে নির্যাতনের স্বীকার সোহেল মাতুব্বর।


মোঃমানিক তালুকদারঃ  কালকিনি ও ডাসার 

উপজেলা প্রতিনিধি। 


মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব বনগ্রামের মনাই মাতুব্বরের ছেলে মোঃ সোহেল মাতুব্বরকে ইতালি নেয়ার কথা বলে লিবিয়া নিয়ে নির্মম নিযার্তনের অভিযোগ উঠেছে একই গ্রামের লতিফ বেপারীর ছেলে দালাল মোঃ অলিল বেপারীর বিরুদ্ধে।

এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার আজ শনিবার সকালে ডাসার উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

ভুক্তভোগী সোহেল মাতুব্বর জানান,গত রমজান মাস থেকে প্রায় ১০ মাসে বিভিন্ন মেয়াদে আমার কাছ থেকে সাড়ে ২২ লক্ষ টাকা নিয়েছে। লিবিয়ায় আমাকে গেমকরার কথা বলে তিনবার মাফিয়ার কাছে বিক্রি করে,আর নিযার্তন করে টাকা আদায় করে।

পরে আমার পরিচিত লোকের মাধ্যমে এক লক্ষ টাকার বিনিময় নির্মম নিযার্তন সহ্য করতে না পেরে দেশে ফিরে আসি। আমার মত এরকম আর চার-পাচ জন আছে,তারা এখনও লিবিয়ায় মাফিয়াদের হাতে বন্ধি রয়েছে। আমার পরিবার আজ দালাল অলিল বেপারী শেষ করে দিয়েছে। ভিটে মাটি যা ছিল,সব বিক্রি করে পরানটা নিয়ে বাড়ি ফিরছি।

আমার স্ত্রী, তিনটি মেয়ে নিয়ে আমি এখন মানবতার জীবন-যাপন করতেছি। সরকারের কাছে আবেদন অতিদ্রুত আমার টাকা ফেরত সহ দালাল অলিল ও তার শাশুড়ি মাহিনুর বেগম এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি। আমি তাদের বিরুদ্ধে মামলা করব।

সোহেল মাতুব্বরের পিতা মনাই মাতুব্বর বলেন, আমার ছেলেকে আট লক্ষ টাকায় ইতালি পৌছে দেয়ার কথা বলে অলিল বেপারী ও তার শাশুড়ি মাহিনুর বেগম। পরে লিবিয়া নিয়ে আমার ছেলে সোহেলকে মাফিয়াদের কাছে বিক্রি করেন। পরে আমার ছেলের কোন সন্ধান পাইনা। হঠাৎ একদিন রাতে মোবাইলে ফোন আসলে,রিসিভ করে ছেলের কান্না শুনতে পাই এবং ওই পাশ থেকে বলে ছেলেকে বাচাতে চাইলে,আরও নয় লাখ পয়ত্রিশ হাজার টাকা দে। পরে ছেলেকে বাচাতে জায়গা জমি বিক্রি করে আবার টাকা দেই।

এমন করতে করতে পোলাটার জানঢা ফিরাই আনছি। তার আরেক জনের মারফতে এক লাখ দিয়া দেশে আনছি। এখন আমি বিচার চাই। আমার টাকা পয়সা ফেরত চাই,আমার প্রায় সাড়ে ২২ লাখ টাকা গেছে।


কালকিনি উপজেলা মৎসজীবী লীগের সহ সভাপতি মোঃ ওসমান সরদার বলেন,ঘটনা মমার্ন্তিক লোব লালসা দিয়া এই অলিল বেপারী অনেক লোককে নিঃস্ব করে ফেলছে,আমার ভাগ্নাও আছে,বার বার গেমে নিয়া টাকা নিছে। পরে এর আত্মীয় সজন কান্নাকাটি করে,আবার অলিলের বাড়ি গেছি। পরে এরা নেই নিছি,এরকম বলে। এক পযার্য় সোহেল জানটা বাচিয়ে দেশে ফেরত আসে।

এরকম বার বার জায়গা জমি বিক্রি করে টাকা দিয়া একেবারে নিঃস্ব হয়ে গেছে।


এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত দালালের শাশুড়ি মাহিনুর বেগম বলেন, আমার জামাই লোক ঠিক করে দিছে, এরা সবাই টাকা দিছে।  অলিল টাকা নেয়নি।


এ ব্যাপারে ডাসার থানার ওসি(তদন্ত)মোঃ মনজুরুল ইসলাম বলেন, আমরা এখনও অভিযোগ পাইনি,অভিযোগ পেলে অবশ্যই ব্যাবস্থা নিব।

Tag
আরও খবর

গাছে সাথে ঝুলন্ত কিশোরের মরদেহ উদ্ধার

৫৯ দিন ২২ ঘন্টা ২৫ মিনিট আগে





কৃষক দলের কমিটি ঘোষণা

১৩৯ দিন ১৯ ঘন্টা ২০ মিনিট আগে