রাজবাড়ীর কালুখালীতে সন্ত্রাস, নৈরাজ্য প্রতিহত করতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
১৫ আগষ্ট (বৃহস্পতিবার) রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, হারুন অর রশশীদ এর নেতৃত্বে সকাল থেকে কালুখালীর বিভিন্ন স্থানে অবস্থান নিতে থাকেন নেতাকর্মীরা। দুপুর পর্যন্ত কর্মসূচিতে অংশ নেন সহস্রাধিক নেতাকর্মী। এসময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠেন নেতাকর্মীরা।
কর্মসূচিতে হারুন অর রশিদ সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান করে এবং বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়ে হাসিনাসহ জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবি জানান।
এ সময় রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এড. লিয়াকত আলী বাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম মিন্টু, উপজেলা বিএনপির নেতা লুৎফর রহমান খান, এড. রকিবুল হাসান রুমা, মেহেদী হাসান তোতা, মো. শাহাজালাল মিয়া, ছাএদলের নেতা মো.জামাল খান, আহাদুজ্জামান সূর্য প্রমূখ বক্তব্য রাখেন।
কর্মসূচি থেকে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জেলা বিএনপি
র নেতারা।
৩০ দিন ১৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
৯৪ দিন ১৬ ঘন্টা ৩০ মিনিট আগে
১৯৪ দিন ২০ ঘন্টা ৪৮ মিনিট আগে
২২৯ দিন ৫ মিনিট আগে
২৬৮ দিন ১৭ ঘন্টা ৪৮ মিনিট আগে
২৬৯ দিন ২৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
২৭২ দিন ৪২ মিনিট আগে
৩০৪ দিন ১৭ ঘন্টা ২৪ মিনিট আগে