সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে আন্তঃ উপজেলা বঙ্গবন্ধু গােল্ডকাপ টুর্ণামেন্ট ফাইনাল খেলায় ২-১ গােলে অভয়নগর ফুটবল একাদশ যশাের ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। শনিবার (০৫ নভেম্বর) বিকেলে কেশবপুর ঐতিহ্যবাহী রাসেল মিনি স্টডিয়ামে ওই বঙ্গবন্ধু গােল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা শুরু হয়। প্রথমার্ধের খেলার ৪৫ মিনিটের মাথায় যশাের ফুটবল একাদশ অভয়নগর ফুটবল একাদশকে ১ গােল করে। দ্বিতীয়র্ধের খেলা পানি পানের বিরতির পর অভয়নগর ফুটবল একাদশ গােল শােধ করে। দুই একাদশের মধ্যকার খেলা টান টান উত্তেজনা এক পর্যায়ে আক্রমণ পাল্টা আক্রমন অভয়নগরের খলােয়াড়রা আরও একটি গােল করে। শেষ পর্যায়ে ২-১ গােলে খেলা শেষ হলে অভয়নগর একাদশ এক গােলে এগিয়ে থাকে কেশবপুর আন্তঃ উপজেলা বঙ্গবন্ধু গােল্ডকাপ টুর্ণামেন্টের ট্রফি তাদের ঘরে তুলতে সক্ষম হয়। বিভিন্ন এলাকার হাজার হাজার দর্শক ঐতিহ্যবাহী রাসেল মিনি স্টডিয়ামে খেলাটি উপভাগ করেন। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে যশোর-৬ কেশবপুর আসনের মাননীয় সংসদ সদস্য শাহিন চাকলাদার(এমপি) চ্যাম্পিয়ান দল অভয়নগর প্লেয়ারদের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ দ্রষ্টব্যঃ গত ১৪ আগষ্ট (২০২২) থেকে কেশবপুর বঙ্গবন্ধু গােল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের খেলা শুরু হয়। ওই খেলায় যশাের- অভয়নগরসহ ৮ টি দল অংশ নেয়।
৬৭১ দিন ৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
৬৯১ দিন ৫ ঘন্টা ২ মিনিট আগে
৬৯১ দিন ৫ ঘন্টা ১৮ মিনিট আগে
৭২৬ দিন ১৩ ঘন্টা ২০ মিনিট আগে
৭২৮ দিন ৮ ঘন্টা ২ মিনিট আগে
৭৩০ দিন ১১ ঘন্টা ৩০ মিনিট আগে
৭৩০ দিন ১৮ ঘন্টা ০ মিনিট আগে
৭৩২ দিন ১০ ঘন্টা ৩৩ মিনিট আগে