সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি
সমবায় শক্তি, সমবায় মুক্তি "আর্থিক সক্ষমতা সুদৃঢ়কারণে ক্রেডিট ইউনিয়ন" কেশবপুরে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ(কালব) এর ১৫তম বার্ষিক সাধারণ সভা-২০২২ অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে কেশবপুর শহরের প্রাথমিক শিক্ষক মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সকল শহীদের ও প্রয়াত শিক্ষকদের স্মরনে সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
অনুষ্ঠানে ২০২১-২২অর্থ বছর বার্ষিক প্রতিবেদন বইটি অতিথি ও সমবায় সমিতির সদস্যবৃন্দ মাঝে বিতরণ করা হয়। উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন, হাফিজুর রহমান সদস্য নং-১৫৪, আমিনুল ইসলাম সদস্য নং-৩৪৫, হাসানুল কবির রফিক সদস্য নং-৫৩৩, এস এম শাহজাহান সদস্য নং-৭২, আল মামুন পারভেজ সদস্য নং-৮২০ প্রমুখ বিভিন্ন বিষয়ের সুযোগ সুবিধা সম্পর্কে বক্তৃতা করেন।
কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপরেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ মছিহুর রহমান এর সভাপতিত্বে ও সম্পাদক মোঃ আফসার উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তৃতা করেন, কালব লিঃ ('গ' অঞ্চল) ডিরেক্টর মোহাম্মদ আরিফ হোসেন। কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ্জ-জামান খান, কালব লিঃ জেলা প্রোগ্রাম অফিসার মোঃ আনিছুর রহমান, কেশবপুর উপজেলা সমবায় অফিসার মোছাঃ নাসিমা খাতুন, কেশবপুর উপজেলা যুবলীগের আহবায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, পৌর আওয়ামী লীগের সাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিকী টিটো, কেশবপুর কালব লিঃ সাবেক চেয়ারম্যান স,ম কামরুজ্জামান প্রমুখ।
এসময় প্রতিষ্ঠানে সর্বোচ্চ আমানতদারীদের পুরুষ্কার, আর্থীক সহায়তা, শিক্ষাবৃত্তি, শিক্ষার্থীদের মাঝে সম্মাননা পত্র বিতরণ করা হয়।
৬৭১ দিন ৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
৬৯১ দিন ৫ ঘন্টা ৭ মিনিট আগে
৬৯১ দিন ৫ ঘন্টা ২৪ মিনিট আগে
৭২৬ দিন ১৩ ঘন্টা ২৬ মিনিট আগে
৭২৮ দিন ৮ ঘন্টা ৮ মিনিট আগে
৭৩০ দিন ১১ ঘন্টা ৩৫ মিনিট আগে
৭৩০ দিন ১৮ ঘন্টা ৫ মিনিট আগে
৭৩২ দিন ১০ ঘন্টা ৩৮ মিনিট আগে