নীলফামারীর কিশোরগঞ্জে ৩০ পিচ ইয়াবা ও মোটর সাইকেল সহ লিটন মিয়া নামীয় এক যুবককে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গতকাল শনিবার
(৫ আগষ্ট)রাত ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গোপন সংবাদের ভিত্তিতে একটি মাদক বিরোধী অভিযানে মোঃ লিটন মিয়া(২৬) কে একটি মোটর সাইকেল সহ গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর চানশাপাড়া গ্রামের মোঃ ইব্রাহীম আলীর ছেলে।এ সময় মোটর সাইকেলের মালিক পলাতক মোঃ মনোয়ার হোসেন (২৮) পালিয়ে যায়।পলাতক আসামী একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে। আটককৃত ব্যাক্তি ও মোটর সাইকেল তল্লাশী করে ছিটের নীচ হইতে পলিথিনে ব্যাগের ভিতরে থাকা ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং একটি বাটন ফোন জব্দ করা হয়। এ বিষয়ে পুলিশ পরিদর্শক ভীশ্ম কুমার বাদী হতে এজাহার দায়ের করেন। উক্ত এজাহারের প্রেক্ষিতে কিশোরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মামলা নং ০৪ - তাং- ০৬/০৮/২০২৩
কথা হলে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবা ও মোটর সাইকেল সহ একজনকে গ্রেফাতার করা হয়েছে। অপরজন পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
২ দিন ১ ঘন্টা ৫৩ মিনিট আগে
১২ দিন ৪৩ মিনিট আগে
১২ দিন ৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৬ দিন ২ ঘন্টা ১৫ মিনিট আগে
১৭ দিন ১৮ ঘন্টা ৪১ মিনিট আগে
১৮ দিন ২২ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৯ দিন ২০ ঘন্টা ২২ মিনিট আগে
৩৮ দিন ৩ ঘন্টা ৫৪ মিনিট আগে