নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাজার পাড়া গ্রামে ঝুপড়ি ঘরে বসবাস করতেন টুপো বেওয়া। সেই অসহায় বৃদ্ধার জন্য ঝুপড়ি ঘরে বসবাস টুপো বেওয়া শিরোনামে অনলাইন নিউজ পোর্টাল দৈনিক কিশোরগঞ্জের আলোতে গত ১১ আগস্ট খবরটি প্রকাশিত হয়। সংবাদটি সেবা ফাউন্ডেশন বাংলাদেশ এর নজরে আসলে সেই অসহায় টুপো বেওয়ার পাশে এসে দাড়ান।
সেবা ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠা পরিচালক মানবিক রফিক শাহ এর আইডিতে ভিডিও আংঙ্গিকে পোস্ট দেন। তখন মানবিক শিল্পপতি সারোয়ার হোসেন বাবু টুপো বেওয়ার ঘর করে দেওয়ার আশ্বাস দেন। এবং আদনান সুমনের সার্বিক তত্ত্বাবধানে ও সেবা ফাউন্ডেশন বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় এবং মানবিক শিল্পপতি সারোয়ার হোসেন বাবু'র অর্থায়নে অবশেষে সেই অসহায় টুপো বেওয়ার একটি টিনশীট ঘর তৈরি করে দেওয়া হয়। এখন মাথা গোঁজার জন্য একটি ঘর পেয়ে অসহায় টুপো বেওয়া যেন শেষ বয়সে আনন্দে আত্মহারা। উল্লেখ যে, সেবা ফাউন্ডেশন বাংলাদেশ এক মাসের বাজার খরচও করে দেন।
২ দিন ১ ঘন্টা ৫১ মিনিট আগে
১২ দিন ৪০ মিনিট আগে
১২ দিন ৬ ঘন্টা ৫১ মিনিট আগে
১৬ দিন ২ ঘন্টা ১৩ মিনিট আগে
১৭ দিন ১৮ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৮ দিন ২২ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৯ দিন ২০ ঘন্টা ১৯ মিনিট আগে
৩৮ দিন ৩ ঘন্টা ৫২ মিনিট আগে