নীলফামারীর কিশোরগঞ্জে হোটেলের মালিককে মারপিট ও হোটেল ভাংচুরের অভিযোগ উঠেছে সার ব্যবসায়ী জামিনুর রহমানসহ তার বড় ভাই আমিনুর রহমানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাত ৮ টায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা বাজারে। জানা গেছে, হোটেল ব্যবসায়ী আবুল হোসেনের দোকানে চা খাওয়ার জন্য অডার করেন সার ব্যবসায়ী জামিনুর রহমান। চা দিতে একটু দেরি হওয়ায় দোকান থেকে বের হয়ে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। অকথ্য ভাষায় গালিগালাজ এর প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে হোটেল ব্যবসায়ী আবুল হোসেন সহ ছেলে ও কর্মচারী কে বেধড়ক মারধর সহ দোকানের আলমারি ভাংচুর করেন।এসময় বাজারের কিছু লোক তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। শুক্রবার সকালে হোটেলের কর্মচারীরা দোকান খুলে হোটেলের খাবার তৈরি করেন। এসময় থানায় অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করার জন্য তদন্তকারী কর্মকতা সরেজমিনে উপস্থিত হয়ে ঘটনার বিষয় অবগত হয়ে ঘটনার স্থল ত্যাগ করার পরপরেই আবার ও সার ব্যাবসায়ি জামিনুরের বড় ভাই আমিনুর রহমান থানায় অভিযোগ দেওয়া কে কেন্দ্র করে তৈরিকৃত মালামাল পা দিয়ে লাথি মেরে সব কিছু ফেলে দেন।
এবিষয়ে অফিসার ইনচার্জ রাজীব কুমার এর সাথে কথা হলে তিনি বলেন ঘটনার সত্যতা থাকলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্তা নেওয়া হবে।
২ দিন ১ ঘন্টা ৫১ মিনিট আগে
১২ দিন ৪০ মিনিট আগে
১২ দিন ৬ ঘন্টা ৫১ মিনিট আগে
১৬ দিন ২ ঘন্টা ১৩ মিনিট আগে
১৭ দিন ১৮ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৮ দিন ২২ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৯ দিন ২০ ঘন্টা ১৯ মিনিট আগে
৩৮ দিন ৩ ঘন্টা ৫২ মিনিট আগে