নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মোস্তাকিমা আক্তার (২৩) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।শনিবার সকালে উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল মাঝাপাড়া গ্রামীণ টাওয়ার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মোস্তাকিমা আক্তার একই এলাকার মৃত মুসা মামুদের মেয়ে। এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রেমের সূত্র ধরে মোস্তাকিমা আক্তার এর বিয়ে হয় একই ইউনিয়নের পাগলাটারী গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাব্বির ইসলাম (২৭) এর সাথে। প্রেমের সম্পর্কে বিয়ে হওয়ায় ছেলে পক্ষের লোক মেনে নিতে পারেননি। তাদের বিয়ের কয়েক বছর অতিবাহিত হলে কিছু দিন স্বামীর বাড়িতে যাওয়া আসা শুরু হয়। কিন্তু প্রকৃত ভাবে এখনো বিয়ে মেনে নিতে পারেননি ছেলের পরিবার পক্ষ। স্বামীর বাড়ি থেকে কিছু দিন আগে বাপের বাড়িতে আসেন মোস্তাকিমা আক্তার। তার বাপের বাড়ি সংলগ্ন বড় বোন মুক্তার বাড়িতে অবস্থা করছিলেন তিনি। গতকাল শুক্রবার রাতে খাওয়া দাওয়া শেষে তার বড় বোনের ৫ বছরের ছেলেসহ রাতে ঘুমাতে যান। রাতে ঘুমানোর আগে পারিবারিক অশান্তি ও গরীব বাবার মেয়ে হওয়ায় স্বামীর বাড়িতে যৌতুক হিসেবে কিছু দিতে না পারায় মনের ক্ষোভে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।পরদিন শনিবার সকাল ৬ টার দিকে যখন বড় বোনের ছেলে ঘুম থেকে উঠে তখন দেখতে পায় মোস্তাকিমা আক্তার এর লাশ ঝুলে আছে। তখন তার চিৎকারে ছুটে চলে আসেন বাড়ির লোকজন। কিশোরগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) এসএম শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , গৃহবধূ মনের ক্ষোভে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। থানায় একটি ইউডি মামলা হয়েছে।
২ দিন ১ ঘন্টা ৪৮ মিনিট আগে
১২ দিন ৩৮ মিনিট আগে
১২ দিন ৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৬ দিন ২ ঘন্টা ১০ মিনিট আগে
১৭ দিন ১৮ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৮ দিন ২২ ঘন্টা ৪২ মিনিট আগে
১৯ দিন ২০ ঘন্টা ১৭ মিনিট আগে
৩৮ দিন ৩ ঘন্টা ৪৯ মিনিট আগে