আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সর্বত্র উৎসবমুখর হয়ে উঠেছে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই নির্বাচনী আলোচনায় উঠে এসেছে আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কা নিয়ে মোখছেদুল মোমিন ও জাতীয় পার্টি থেকে স্বতন্ত্র প্রার্থী কাঁচি মার্কা নিয়ে সিদ্দিকুর আলম সিদ্দিক। কে হারবে, কে জিতবে তা নিয়ে শুরু হয়েছে তর্কবিতর্ক।নীলফামারী-৪ আসনে মহাজোট প্রার্থী থাকলেও দুই স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হবে বলে আশংকা করছেন এলাকার ভোটাররা। নীলফামারী-৪ আসনের বর্তমান সংসদ সদস্য ও মহাজোট প্রার্থীর প্রতি জনগণের আস্থা না থাকায় সৈয়দপুর-কিশোরগঞ্জের ভোটাররা নতুন মুখের সন্ধানে আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থী মোখছেদুল মোমিন ও জাতীয় পার্টি থেকে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিকের মাঝে হাড্ডা হাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন। দুই স্বতন্ত্র প্রার্থীর মধ্যে কে হবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ সদস্য। এই নিয়ে শুরু হয়েছে যতো জল্পনা কল্পনা। তবে সরেজমিন ঘুরে জানা গেছে, জাতীয় পার্টি থেকে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। সৈয়দপুর - কিশোরগঞ্জ এলাকার উন্নয়নে সিদ্দিকুর আলম সিদ্দিকের প্রতি আস্থা রেখে নির্বাচনে জয়যুক্ত করতে মরিয়া হয়ে উঠে এলাকার ভোটাররা। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশা ব্যক্ত করেন এলাকার ভোটাররা।
২ দিন ২ ঘন্টা ৪৯ মিনিট আগে
১২ দিন ১ ঘন্টা ৩৯ মিনিট আগে
১২ দিন ৭ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৬ দিন ৩ ঘন্টা ১১ মিনিট আগে
১৭ দিন ১৯ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৮ দিন ২৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৯ দিন ২১ ঘন্টা ১৮ মিনিট আগে
৩৮ দিন ৪ ঘন্টা ৫০ মিনিট আগে