নীলফামারীর কিশোরগঞ্জে ছোট ভাই আওকাত হোসেন জুয়েল(১৭) কে হত্যার পর বড়ভাই মেহেদী হাসান(২৮) বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। মঙ্গলবার(৫ মার্চ)ভোরে উপজেলার রনচন্ডী ইউনিয়নের কুটি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে অভিযুক্ত বড়ভাই পুলিশী পাহারায় কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত আওকাত হোসেন জুয়েল ওই গ্রামের মৃত আব্দুল জলিলের ছোট ছেলে ও রনচন্ডী স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেনির ছাত্র।
এলাকাবাসী ও নিহতের স্বজন সুত্রে জানা যায়, বড়ভাই মেহেদী হাসান মানসিক সমস্যা ভুগছিলেন। সে মাঝেমধ্যে বাড়িতে সবার সাথে হট্টোগোল করত। গতকাল সোমবার রাতে তিনি তার ছোট ভাইয়ের সাথে একই বিছানায় ঘুমাতে যান। পরে আজ ভোরের দিকে তাদের মা নামাজ পড়তে উঠলে ছেলের ঘর থেকে শব্দ শুনতে পান। ঘরে গিয়ে ছোট ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন তিনি। এসময় বড়ভাই মেহেদী হাসান বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে জুয়েলের মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)পলাশ চন্দ্র মন্ডল বলেন, এ ঘটনায় বড়ভাইকে পুলিশী পাহারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
২ দিন ২ ঘন্টা ৫০ মিনিট আগে
১২ দিন ১ ঘন্টা ৩৯ মিনিট আগে
১২ দিন ৭ ঘন্টা ৫০ মিনিট আগে
১৬ দিন ৩ ঘন্টা ১১ মিনিট আগে
১৭ দিন ১৯ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৮ দিন ২৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৯ দিন ২১ ঘন্টা ১৮ মিনিট আগে
৩৮ দিন ৪ ঘন্টা ৫১ মিনিট আগে