জিলহজ্ব মাস ফজিলত পূর্ণ মাসসমূহের অন্যতম একটি মাস। এ মাস যেমনিভাবে আশহুরে হুরুমের অন্তর্ভুক্ত তেমনি ভাবে হজের মাস, এ মাসে ইসলাম ধর্মের অন্যতম বিধান পবিত্র হজ্ব ও কোরবানির মতো গুরুত্বপূর্ণ ইবাদত সম্পাদন করা হয়। তাই এ মাসটি আল্লাহ তায়ালার নিকট অত্যন্ত ফজিলতপূর্ণ।
জিলহজ্ব মাসের প্রথম দশকের ফজিলত!
আমরা জানি জিলহজ মাস একটি ফজিলতপূর্ণ মাস বিশেষভাবে এ মাসের প্রথম দশকের ইবাদত-বন্দেগী করার বিশেষ গুরুত্ব ও ফজিলত রয়েছে আল্লাহ তাআলা ইরশাদ করেন।
শপথ ফজরের,শপথ দশ রাত্রির।(সূরাতুল ফাজরি) আয়াত, ১/২
বিখ্যাত তাবেয়ী হযরত মুজাহিদ(রহ.) সহ অনেক মুফাসসির এই আয়াত দ্বারা জিলহজ্ব মাসের প্রথম দশ রজনী উদ্দেশ্য বলে মত পোষণ করেছেন।হাদীস শরীফে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট অন্য কোন দিনের নেক আমল এ দশ দিনের আমলের চেয়ে অধিক প্রিয় নয় অর্থাৎ এই দশ দিনের আমল আল্লাহ তাআলার নিকট সর্বাধিক প্রিয়। সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহর পথে জিহাদও কি এর সমতুল্য নয়?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পথে জিহাদ এর সমতুল্য নয়।তবে যে ব্যক্তি নিজের জান-মাল নিয়ে বের হয়েছে অতঃপর কোনকিছু নিয়ে আর ফিরে আসেনি অর্থাৎ শাহাদাত বরণ করেছে তারা ব্যতিত।হযরত আবু হোরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তাআলার নিকট অন্যান্য দিনের ইবাদত থেকে জিলহজ্বের দশ দিনের ইবাদত সর্বাধিক প্রিয। এসময়ে একদিনের রোজা একবছরের রোজার সমতুল্য আর প্রত্যেক রাতের ইবাদত লায়লাতুল কদর এর সমতুল্য।
নয় জিলহজ্ব রোজা রাখার ফজিলত
আবু কাতাদা রাযিআল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম বলেছেন আমি আল্লাহ তাআলার নিকট আশাবাদী যে তিনি আরাফার দিনের রোজার বিনিময় পূর্বের এক বছরের এবং পরের এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। এ হাদীসের ভিত্তিতে ওলামায়ে কেরামগণ জিলহজের নয় তারিখের রোযা রাখাকে মুস্তাহাব বলেছেন, এছাড়াও জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলত সম্পর্কে আরও অনেক হাদিস উল্লেখ রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে এ পুনণ্যময় সময়ে ইবাদত বন্দেগী করে এর যথার্থ ফজিলত অর্জন করার তৌফিক দান করুন আমিন।
৩২২ দিন ১১ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩৩৯ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৬৪ দিন ৮ ঘন্টা ২৪ মিনিট আগে
৩৭২ দিন ১২ ঘন্টা ১৭ মিনিট আগে
৩৭৬ দিন ৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩৭৯ দিন ৩ ঘন্টা ২২ মিনিট আগে
৪০০ দিন ১২ ঘন্টা ২৫ মিনিট আগে
৪১৫ দিন ১২ ঘন্টা ৫৯ মিনিট আগে