খেয়া পারাপারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ!
কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীর ঘোড়াই ঘাটের খেয়া পারাপারের ভাড়া দ্বিগুন করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। বৃহস্পতিবার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে ভুক্তভোগীরা জানান, ৫৪ লাখ টাকায় ইজারাকৃত ঘাটের পূর্বনির্ধারিত ভাড়া হটাৎ করেই দ্বিগুন করায় মহাসংকটে পরেছেন তারা। পূর্বে জনপ্রতি ৩ টাকা, সাইকেল ১০ টাকা, মোটরসাইকেল ১৭ টাকা এবং ভ্যানের ভাড়া ১৫ টাকা থাকলেও হটাৎ করেই ১ সপ্তাহ আগে থেকে ভাড়া দ্বিগুণ করা হয়। যেকারণে খেয়া পারাপারের সময় ইজারাদারদের সাথে যাত্রীদের বৃদ্ধিকৃত টাকা নিয়ে প্রতিনিয়ত বাকবিতন্ডা হচ্ছে, ইজারাদারদের লোকজন জোড়পূর্বক টাকা আদায় করছে বলে জানান তারা। দ্রুতগতিতে পূর্বের ভাড়া কার্যকর করার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধনে উপস্থিত প্রায় কয়েক হাজার মানুষ।
এ বিষয়ে ইজারাদার অলি আওলাদ জানান, জেলা পরিষদ থেকে তাদেরকে প্রতি কিলোমিটারে জনপ্রতি ১০ টাকা নেবার মৌখিক অনুমতি দিয়েছেন। যেকারণে তারা ভাড়া বৃদ্ধি করেছেন। ভাড়া আদায়ের জন্য যাত্রীদের সাথে খারাপ আচরণের অভিযোগ তিনি অস্বীকার করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল জানান, সরকারি নির্দেশনা ছাড়া ভাড়া বৃদ্ধির কোন সুযোগ নেই। তাছাড়া যে টাকায় তারা ইজারা নিয়েছেন সেই মেয়াদ এখনো শেষ হয়নি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
৩২২ দিন ১১ ঘন্টা ১৬ মিনিট আগে
৩৩৯ দিন ৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩৬৪ দিন ৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩৭২ দিন ১১ ঘন্টা ৪৯ মিনিট আগে
৩৭৬ দিন ৯ ঘন্টা ৬ মিনিট আগে
৩৭৯ দিন ২ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪০০ দিন ১১ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪১৫ দিন ১২ ঘন্টা ৩২ মিনিট আগে