কক্সবাজারের কুতুবদিয়ার বিতর্কিত ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (তহশিলদার) মো. রিদুয়ান মোস্তফাকে বদলি করা হয়েছে।গত মঙ্গলবার (১৪-জানুয়ারি) কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ইয়ামিন হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানা গেছে।
২০১৯ সালের শেষের দিকে তহশিলদার হিসেবে সদর বড়ঘোপ ইউনিয়ন ভূমি অফিসে যোগদান করেন রিদোয়ান। গত এ ক’বছরে দায়িত্ব পালনকালে সরকারি চাকুরির আচরণ বিধি তোয়াক্কা না করে নামজারি ও ভূমি সংক্রান্ত যাবতীয় কাজে ব্যাপক ঘুষ বাণিজ্য, অফিসে উমেদার নিয়োগ করে সেবাগ্রহীতাদের হয়রানি, উৎকোচে খাস জমি দখল প্রদানসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির পাহাড়সম অভিযোগ ছিল তার বিরুদ্ধে।
সর্বশেষ গেল বছরের মে মাসের দিকে জায়গা সম্পত্তি দখলে নিতে আপন চাচা-চাচিকে মারধরের ঘটনায় জি. আর ৩৯/২৪ ইং নম্বর মামলায় কারাভোগ করেন তহশিলদার রিদোয়ান। সম্প্রতি তার বদলির আদেশের খবরে স্বস্তির নিশ্বাস নিচ্ছে দ্বীপবাসী।
১ দিন ৬ ঘন্টা ৩২ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ১৮ মিনিট আগে
৩ দিন ১৪ ঘন্টা ২৯ মিনিট আগে
৮ দিন ১৭ ঘন্টা ১৬ মিনিট আগে
১২ দিন ১৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
১২ দিন ১৭ ঘন্টা ১০ মিনিট আগে
১৩ দিন ১১ ঘন্টা ৩২ মিনিট আগে
১৬ দিন ১৩ ঘন্টা ২০ মিনিট আগে