পৌরসভার মেসার্স সততা ফিলিং স্টেশন মালিককে ৪৮ হাজার টাকা জরিমানা করেছে
ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে ভ্রাম্যমাণ আদালতের
নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ২৫ থেকে ৩০ জন
মোটরসাইকেল চালক উক্ত পাম্পে পেট্রোল ক্রয় করেন। কিন্তু ক্রয় কৃত
পেট্রোলে মোটরসাইকেল চালাতে গিয়ে ইঞ্জিন স্টার্টে সমস্য দেখা দেয়। এতে
মোটরসাইকেল চালকদের সন্দেহ হলে উপজেলা নির্বাহী অফিসার এবং পুলিশকে
বিষয়টি জানান তারা। বিষয়টি আমলে নিয়ে মঙ্গলবার সকালে নির্বাহী
ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক এর নেতৃত্বে ওই ফিলিং স্টেশনে অভিযান
পরিচালনা করা হয়। এসময় তেলের সাথে পানি মেশানোর প্রমাণ পায় ভ্রাম্যমাণ
আদালত। পরে তেলে পানি মেশানোর অপরাধে ওই ফিলিং স্টেশন মালিক সিদ্দিকুর
রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪৮ হাজার টাকা জরিমানা করেন এবং
ক্ষতিগ্রস্থ ক্রেতাদের অর্থ ফেরত ও প্রেট্রোল পাম্প সাময়িক বন্ধ রেখে
পানি মিশ্রিত তেল অপসারন করে পাম্প চালু করার নির্দেশ দেন ভ্রাম্যমান
আদালত।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক জানান, তেলের সঙ্গে পানি
মেশানোর অপরাধে জরিমানা করা হয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
২ দিন ৩ ঘন্টা ১০ মিনিট আগে
৩৪ দিন ১৭ মিনিট আগে
৪২ দিন ৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪৩ দিন ২১ ঘন্টা ২০ মিনিট আগে
৪৫ দিন ২২ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪৮ দিন ২৫ মিনিট আগে
৭৩ দিন ১ ঘন্টা ৭ মিনিট আগে
২৭২ দিন ১ ঘন্টা ৪২ মিনিট আগে