মুন্সি শাহাব উদ্দিন( চট্টগ্রাম -লোহাগাড়া) :- প্রাণঘাতী যতগুলো মাদক আছে তার মধ্যে সবচেয়ে ক্ষতিকর একটি হল ইয়াবা। বিশ্বের অন্যান্য দেশগুলোর মত আমাদের দেশেও এর ভয়াল উপদ্রব ছড়িয়ে পড়েছে প্রতিনিয়ত। ইয়াবা একটা জীবন নাশকারী মাদক। এর প্রতি আসক্ত হয়ে মানুষ শারীরিক ও মানসিক ভাবে বিকল হওয়া থেকে মৃত্যুর কোলে পর্যন্ত ঢলে পড়ে। প্রতিদিনই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হচ্ছে এসব মরন নেশা ইয়াবা বিক্রেতা।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় দুই ইয়াবা বিক্রেতাকে ইয়াবা বিক্রিকালে হাতেনাতে আটক করে চুনতি পুলিশ ফাড়ীর উপপরিদর্শক মো: ফারুক আহমদ। ইয়াবা বিক্রেতারা হলেন আধুনগর ঘাটিয়া পাড়ার মাসূদ ও চুনতি পেঠানের পাড়ার এহসান। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসায় জড়িত। অভিযান পরিচালনাকালে তাদের কাছ থেকে দুইশত পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আরো মাদক আছে বলে জানা যায়। আজ বুধবার ( ১২ জুলাই) তাদেরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
২ দিন ২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
৭ দিন ৫ ঘন্টা ৭ মিনিট আগে
৯ দিন ৩ ঘন্টা ৩০ মিনিট আগে
৯ দিন ১৯ ঘন্টা ৬ মিনিট আগে
১০ দিন ২ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৩ দিন ১ ঘন্টা ৩৫ মিনিট আগে