নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডোমারে 'সবার পাঠশালা'-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা অফিসের সেবা বন্ধ নেই ঈদেও ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন

লোহাগাড়া সিটিজেন পার্কে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত।

মুন্সি শাহাব উদ্দিন ( চট্টগ্রাম লোহাগাড়া) : গতকাল শনিবার বিকেল ৫ টায় লোহাগাড়া বটতলীস্থ সিটিজেন পার্কে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এর উদ্যেগে জাতির জনক ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও লোহাগাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরীর সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও নারী জাগরণের অগ্রদূত জনাবা রিজিয়া রেজা চৌধুরী। 

আলোচনা সভায় লোহাগাড়ার গণমানুষের নেতা ও উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জিয়াউল হক চৌধুরী বাবুল স্বাগত বক্তব্য রাখেন।  তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যার উন্নয়নমুখী যাত্রাকে চলমান ও আরো শক্তিশালী করতে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারো জয়ী করতে হবে। সেই সাথে লোহাগাড়া -সাতকানিয়ার গণমানুষের নেতা ও ইসলামিক স্কলার ড.আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী কে আবারও নির্বাচিত করে লোহাগাড়া -সাতকানিয়ার উন্নয়নকে আরোবেশি অগ্রগতি করার সুযোগ করে দিতে সকলের কাছে আহ্বান করেন।

 অনুষ্ঠানে যৌথ সঞ্চালনায় ছিলেন, আওয়ামী লীগের অন্যতম নেতা মিয়া মোহাম্মদ শাহজাহান, এস, এম আব্দুল জব্বার, জনাব মিজানুর রহমান। 

সভায়  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী নিবাস সাগর, আওয়ামী লীগ নেতা এইচ, এম গণি সম্রাট,  শ্রমিক লীগ নেতা নুরুল হক নুনু, উপজেলা যুবলীগের আহ্বায়ক মোহাং জহির উদ্দিন,  পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনাব জহির উদ্দিন,  মহিলা আওয়ামী লীগ নেত্রী জেসমিন আক্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফুর রহমান চৌধুরী। 

 উপস্থিত ছিলেন, লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, লোহাগাড়া উপজেলা মুক্তিযুদ্বা ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ বেঙ্গল,  উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সাইফুল ইসলাম,  যুবলীগের আহ্বায়ক আব্দুল হান্নান মোহাম্মদ ফারুক,  আমিরাবাদ ইউ, পি চেয়ারম্যান  এস এম ইউনুস, পদুয়া ইউ, পি চেয়ারম্যান হারুনুর রশিদ, আধুনগর ইউ, পি চেয়ারম্যান জনাব নাজিম উদ্দিন,  কলাউজান ইউ, পি চেয়ারম্যান জনাব এম এ ওয়াহেদ, চুনতি ইউ, পি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, উপজেলা কৃষক লীগের সভাপতি আলী আহমদ,  যুবলীগ নেতা মিকরাজ উদ্দিন পিন্সু, ছাত্রলীগের যুগ্ম সম্পাদক বোরহান সোবহান,  আওয়ামী লীগ, তাঁতী লীগ,  জাতীয় শ্রমিক লীগ, কৃষক লীগ, যুব লীগের নেতা কর্মী সহ এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন। 

 মাননীয় সাংসদ ও গণমানুষের নেতা ও ইসলামিক স্কলার আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ দেশ ও জাতির এক অম্লান স্মৃতি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে ঘাতকরা বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করলেও  বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শকে হত্যা করতে পারে নি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা পিতার আদর্শ ও চেতনায় অনুপ্রাণিত হয়ে পিতার  আত্মবিসর্জনের মধ্যে দিয়ে অর্জনকৃত স্বাধীন বাংলাদেশকে পৃথিবীর দরবারে প্রশংসিত ও ইতিহাস সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় তিনিও প্রধান মন্ত্রীর উন্নয়নমুখী যাত্রায় ইতিহাস সৃষ্টি করেছেন। সম্প্রতি বন্যায় তিনি এলাকার মানুষের সাহায্যে অক্লান্ত পরিশ্রম করেছেন।

আরও খবর