মুন্সি শাহাব উদ্দিন- ( চট্টগ্রাম-লোহাগাড়া)- যানজট আমাদের দেশের অতি পরিচিত দৃশ্য, আলোচিত বিষয় এবং নাগরিক জীবনের এক ভোগান্তির অনুষঙ্গ। রাস্তায় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত গাড়ি যখন স্বাভাবিক গতিতে চলতে ব্যর্থ হয় তখন আমরা বলি যনজট। যানজটের প্রধান দুটি কারণ হল অবৈধ রাস্তা দখল আর ট্রাফিক আইন অমান্য করা। ঠিক এমনই এক দৃশ্য দেখা যায় বটতলী মোটর ষ্টেশনে। রাস্তার দুপাশে অবৈধ ভাবে সারিসারি বিভিন্ন ভাসমান দোকন ও যত্রত্রত অবৈধ ভাবে গাড়ি পার্কিং, যা বর্তমানে লোহগাাড়া বটতলিতে মারাত্বক রুপে যানজট সৃষ্টির অন্যতম কারণ। বটতলি ষ্টেশনে গিয়ে দেখা যায় প্রতিনিয়ত এমন দৃশ্য। ঘন্টার ঘন্টার পর যানজট লেগেই আছে। এই যানজটের মধ্যে মুমুর্ষ রোগী নিয়ে চট্টগ্রাম শহরে যাওয়া খুবই দুস্কর। যে কোন সময় ঘটে যেতে পারে অনাকাঙ্কিত প্রাণহানি। বিশেষ করে সি.এন জি গাড়িগুলোর অবস্থা আরো ভয়ঙ্কর। এসব গাড়ি গুলো রাস্তার দুপাশে রেখে গাড়ির ভিতরে চালক আরামে ঘুমাই, যেন রাস্তায় তাদের বেটরুম। কোন পথচারী বা সচেতন ব্যক্তি তাদের এসব কাজের প্রতিবাদ করলে হতে হয় হেনস্তার শিকার। তার উপরে আবার মোটর রিক্সার দাপট আরো বেশী। সব মিলিয়ে লোহাগাড়া বটতলিতে যানজট এখন বিরক্তকর ও অসহ্য পর্যায়ে রয়েছে। তাই সকলে এই যানজট নিরসনে সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
২ দিন ২০ ঘন্টা ৫৪ মিনিট আগে
৫ দিন ১১ ঘন্টা ৪১ মিনিট আগে
৭ দিন ২৩ ঘন্টা ৩ মিনিট আগে
৯ দিন ২১ ঘন্টা ২৬ মিনিট আগে
১০ দিন ১৩ ঘন্টা ২ মিনিট আগে
১০ দিন ২০ ঘন্টা ৪১ মিনিট আগে
১৩ দিন ১৯ ঘন্টা ৩১ মিনিট আগে