মুন্সি শাহাব উদ্দিন ( চট্টগ্রাম-লোহাগাড়া)ঃ- আগুন লাগার মুল কারণ অসবাধনতা। অসাবধনতার সঙ্গে যোগ হয় অজ্ঞতা। আগুন লাগার মূল উৎসগুলো হল, জ্বলন্ত চুলা, জ্বলন্ত সিগারেট, জ্বলন্ত ম্যাচের কাটি, খোলা বাতী, বৈদ্যুতিক শর্টসার্কিট, গরম ময়লা, আবর্জনা ও অন্যান্য দাহ্য বস্তু, ছেলেমেয়েদের আগুন নিয়ে খেলা বা রাসায়নিক বিক্রিয়া ইত্যাদি এছাড়া মেশিনারিজ আবর্জনায় গ্যাস সৃষ্টি হয়ে মেশিনারিজ ঘর্ষন, বজ্রপাত, গ্যাসের সিলিন্ডার সহ বিভিন্ন ধরণের বিস্ফোরক, সূর্যরশ্মির প্রতিফলন থেকেও আগুন লেগে যেতে পারে। এমনই এক করুণ ঘটনার সুত্রপাত বা আগুনের সুত্রপাত হল লোহাগাড়া সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দয়ারবর পাড়ায়।
ঘটনার বিবরণে জানা যায়, লোহাগাড়া সদর ই্উনিয়নের ৭ন্ং ওয়ার্ডের দয়ারবর পাড়ার বাসিন্দা নরুল ইসলাম প্রকাশ নুরু সেমিপাকা বাড়ী নির্মান করে পরিবার পরিজন নিয়ে বসবাস করেন। নুরুল ইসলাম এর সহোদর ভাই অসুস্থ। ১৮ অক্টোবর বুধবার রাত আটটার সময় নুরুর পরিবার কাজকর্ম সেরে বাড়ী তালাবদ্ধ করতঃ নুরুর অসুস্থ ভাইকে দেখতে যাই। কিছুক্ষণ পর নুরুর বাড়ীতে আগুনের শিখা দেখে সকলে চিৎকার করতে ্থাকে এবং তাদেরকে খরব দেয়। তারা এসে দেখতে পায় ততক্ষণে আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে। ফলে বাড়ীতে থাকা দুইলক্ষ টাকা, দুই ভরির অধিক স্বর্ণালংকার সহ ফার্নিচারাদী আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে প্রাণ হানির কোন ঘটনা ঘটেনি। স্থানীয় যুবলীগ নেতা ও সাবেক ইউ,পি মেম্বার পদপ্রার্থী এবং বিশিষ্ট সমাজ সেবক জনাব মোস্তাফিজুর রহমান এই প্রতিবেদককে জানান, নুরুর ছেলে সদ্য বিবাহ করেছে। বাড়ীতে ফার্নিচার সহ স্বর্ণালংকার ও একটি মোটর সাইকেল ছিল। কিন্ত হঠাৎ করে আগুনের সুত্রপাত হ্ওয়ায় কোন কিছু বের করা সম্ভব হয় নি। ফলে আগুনে পুড়ে এসবের অস্তিত্ব ছাই হয়ে গেল। আগুন লাগার বিষয়টি স্থানীয়রা ফায়ার সার্ভিসকে অবহিত করলে তারা ঘটনাস্থলে উপস্থিথ হয়ে একঘণ্টার অধিক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়াার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুনের সুত্রপাত হয়েছে। বর্তমানে নুরু ও তার পরিবার এমন পরিস্থিতির শিকার হয়ে দিশেহারা হয়ে পড়েছে।
২ দিন ২০ ঘন্টা ৫৭ মিনিট আগে
৫ দিন ১১ ঘন্টা ৪৪ মিনিট আগে
৭ দিন ২৩ ঘন্টা ৬ মিনিট আগে
৯ দিন ২১ ঘন্টা ২৯ মিনিট আগে
১০ দিন ১৩ ঘন্টা ৪ মিনিট আগে
১০ দিন ২০ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৩ দিন ১৯ ঘন্টা ৩৩ মিনিট আগে