মুন্সি শাহাব উদ্দিন ( চট্টগ্রাম-লোহাগাড়া)ঃ- মানুষ মরণশীল। কোন না কোনভাবে মানুষ এই ইহলোক ত্যাগ করেন। তবে কিছু মৃত্যু মানুষের স্বৃতি হতে হারিয়ে যায় না। এমনই এক করুণ মৃত্যুর ঘটনা ঘটে গেল লোহাগাড়া উপজেলার আধুনগরের ৭নং ওয়ার্ডে।
ঘটনার বিবরণে জানা যায়, আজ ২৮ আক্টোবর শনিবার আব্দুল মোমেন (২৮) নামে এক যুবকের লাশ আধুনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সুফি মিয়াজীর পাড়ার এক পুকুর হতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। আব্দুল মোমেনের বাড়ী একই উপজেলার চুনতি ্ইউনিয়নের ১ন্ং ওয়ার্ডের দক্ষিণ রাজাকুল গ্রামে । তার পিতার নাম আবুল হোসেন। পারিবারিক সুত্রে জানা যায় , আব্দুল মোমেন একজন মৃগি রোগী ছিলেন। সে রাজ মেস্ত্রির জোগালিয়া হিসাবে কাজ করতেন। কোরবানের পর হতে সে আর কোন কাজ কর্ম করতে পারছিল না। সে অসুস্থাতার কারণে কাজ কর্ম করার সক্ষমতা হারিয়ে ফেলেছে। ফলে সে নিজ বাড়ীতে অবস্থান করত। গত জুমাবার সন্ধ্যার সময় বাড়ীর কাউকে না জানিয়ে বাড়ী হতে বের হয়ে যায়। রাতে বাড়ীতে না ফেরার কারণে পরিবারের লোকজন তাকে বহু খুজাখুজি করে পাই নাই। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার লাশ পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যাওয়ার বিষয়টি জানতে পারে। স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে চেয়ারম্যান ও থানা পুলিশকে খবর দিলে লোহাগাড়া থানার ওসি জনাব রাশেদুল ইসলাম সাহেব ফোর্স পাঠিয়ে লাশ উদ্ধার করেন এবং সুরত হাল লিপিবদ্ধ করেন। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয় শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়্।
২ দিন ২০ ঘন্টা ৫৩ মিনিট আগে
৫ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৭ দিন ২৩ ঘন্টা ১ মিনিট আগে
৯ দিন ২১ ঘন্টা ২৫ মিনিট আগে
১০ দিন ১৩ ঘন্টা ০ মিনিট আগে
১০ দিন ২০ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৩ দিন ১৯ ঘন্টা ২৯ মিনিট আগে