মুন্সি শাহাব উদ্দিন ( চট্টগ্রাম-লোহাগাড়া)ঃ- সড়ক দুর্ঘটনায় প্রতিদিনিই প্রাণ যাচ্ছে কোন না কোন মানুষে। দেশের কোথাও থেমে নেই এই সড়ক দূর্ঘটনা। সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হল, যানবাহনের ্ত্রুটি, পারিপার্শিক পরিবেশ ও আবহাওয়াগত সমস্যা, চালকের অদক্ষতা, বেপরওয়া আচরণ, ক্লা্ন্তি জনিত ঘুম ইত্যাদি। গাড়ী দুর্ঘটনায় তাৎক্ষনিক মৃত্যু প্রায়শ মাথায় বা ঘাড়ে আঘাতের কারণে হয়। এমনই এক মর্মান্তিক সড়ক র্দুঘটনায় প্রাণ হারাল লোহাগাড়া উপজেলার গৌড়স্থান এলাকার চৌধূরী পাড়ার কৃতি সন্তান বিশিষ্ট চিকিৎসক ডাক্তার ছৈয়দুল উম্মাম। তিনি পেশায় এম বি বি এস ডাক্তার হলেও পাশাপাশি একজন কোরানের হাফেজ। তার পিতার নাম শাহাজাহান চৌধূরী। সে লোহাগাড়া ডায়বেটিক জেনারেল হাসাপাতাল ও চট্টগ্রাম শহরের একটি বেসরকারী হাসপাতালে কর্মরত ছিলেন। তার স্ত্রীও একজন চিকিৎসক বলে জানা যায়।,
ঘটনার বিবরনে জানা যায় যে, আজ ১৬ নভেম্বর ২০২৩ ইং বৃহস্পতিবার সকাল ৯ টার সময় চট্টগ্রাম হতে কক্সবাজার যাওয়ার পথে চকরিয়ায় মিনি পিকাপের সাথে মাইক্রোবাসের মুখোমোখি সংঘর্ষ হয়। মাইক্রোবাসে থাকা ডাক্তার ছৈয়দুল উম্মাম তৎক্ষণিক ইন্তেকাল করেন। বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া আইনজীবি সহকারী সমিতির সভাপতি মুন্সি ফরিদ উদ্দিন চৌধূরী। আইনী প্রক্রিয় শেষে নিহতের লাশ বাড়ীতে নিয়ে আসা হয় এবং সন্ধ্যা ৭ টার সময় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
২ দিন ২০ ঘন্টা ৫৪ মিনিট আগে
৫ দিন ১১ ঘন্টা ৪১ মিনিট আগে
৭ দিন ২৩ ঘন্টা ৩ মিনিট আগে
৯ দিন ২১ ঘন্টা ২৬ মিনিট আগে
১০ দিন ১৩ ঘন্টা ২ মিনিট আগে
১০ দিন ২০ ঘন্টা ৪১ মিনিট আগে
১৩ দিন ১৯ ঘন্টা ৩১ মিনিট আগে