আল গ্রিন এর উক্তিমতে “ আত্মহত্যা কোনো উত্তর নয় বরং জীবণ নামক যুদ্ধক্ষেত্র থেকে পালানোর অজুহাত মাত্র। এমনই এক আত্মহত্যার ঘটনা ঘটেছে লোহাগাড়া ্উপজেলার সদর ইউনিয়নে।
ঘটনার বিবরণে জানা যায়, ১লা ডিসেম্বর শুক্রবার বিকেল ৪টার সময় লোহাগাড়া সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড দরবেশ হাট দিঘীর দক্ষিণ পাশে শাকিল (২৪) বিষপানে আত্মহত্যা করে। সে পেশায় একজন কার ও মাইক্রোবাস চালক। নিহতের পিতার নাম মোহাম্মদ রফিক এবং সে আব্দুল মন্নান হুজুরের বাড়ীর নিবাসী। শাকিল বিবাহিত ও তার দুই কন্যা সন্তান রয়েছে।
স্থানীয় যুবনেতা ও সমাজ সেবক মোস্তাফিজুর রহমান এই প্রতিবেদককে জানান, বিকেল প্রায় ৪ টার সময় বাড়ীর পাশে শাকিল আত্মহত্যার জন্য বিষপান করলে তার পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-এ নিয়ে যায়। কিন্তু তার শারিরিক অবস্থা ভয়াবহ ও গুরুতর হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে না পৌছতেই রাত আনুমানিক আটটার সময় সে মুত্যুর কোলে ঢলে পড়ে। শাকিলের দুই কন্যা সন্তানের মধ্যে তাছফিয়ার বয়স তিন বছর ও ওয়াসিফার বয়স দুই মাস।
স্থানীয় কিছুলোক বলেন, শাকিলের সাথে ঠাকুর দিঘি এলাকার এক মহিলার সাথে পরকিয়া ছিল। সে ্ঐ মহিলাকে টাকা পয়সা দিত। তার স্ত্রী এসব জেনেও তাকে নিষেধ করেছিল। কিন্তু সে শুনেনি। এই পরকিয়ার জেরেই সে আত্মহত্যা করে বলে পরিবার ও এলাকার মানুষের ধারণা। তবে পরিবারের লোকজনের সাথে তার কোন তর্কাতর্কির ঘটনা ঘটেনি বলে পরিবারের লোকজন জানাই।
১৯ ঘন্টা ৩৭ মিনিট আগে
১ দিন ১৯ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ৯ মিনিট আগে
৬ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিট আগে
৮ দিন ২১ ঘন্টা ১৭ মিনিট আগে
১০ দিন ১৯ ঘন্টা ৪১ মিনিট আগে
১১ দিন ১১ ঘন্টা ১৬ মিনিট আগে
১১ দিন ১৮ ঘন্টা ৫৫ মিনিট আগে