মৃুন্সি শাহাব উদ্দিন, লোহাগাড়া, ( চট্টগ্রাম)
সড়ক দূর্ঘটনায় প্রতিদিনই অকালে প্রাণ হারাচ্ছে বহু লোক। খবরের কাগজের শিরোনামই তাই। থেমে নেই সড়ক দূর্ঘটনা। লোহাগাড়ায় ৪ ডিসেম্বর এমনই দুটি পৃথক দূর্ঘটনায় তিনজনের প্রাণ হানি হয়েছে। তাদের মধ্যে একজন চার বছরের শিশু।
প্রথম ঘটনাটি ঘটে, লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নয়া পাড়ার সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে। এই মর্মান্তিক দূঘটনায় নিহত হন আমিরাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লালীর বাপের পাড়ার ইকবাল হেসেন প্রকাশ বাবলূ তার নাতনী আজুয়া আক্তার (৪)। আজুয়ার পিতার বাড়ী সাতকানিয়া উপজেলার ছদাহা মোরশেদ চেয়ারম্যানের বাড়ী। পিতার নাম মোহাম্মদ তারেক।
ঘটনার বিবরণে জানা যায়, আজুয়া ও তার মা সামিয়া নানার বাড়ীতে থাকত। যেহেতু আজুয়ার পিতা মোহাং তারেক দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকা প্রবাসী। আজুয়ার পিতা মোহাম্মদ তারেক নিজ বসত ভিটিতে নতুন বাড়ী নির্মাণ করতেছিল এবং কাজ চলমান রয়েছে। মোহাং ইকবাল প্রকাশ বাবলু নাতনী ও তার মেয়ে সামিয়াকে নিয়ে ছাদাহা নতুন বাড়ীর কাজ পরিদর্শনের জন্য যায়। পরিদর্শন শেষে ফিরার পথে তারা উল্লেখিত স্থালে পৌছলে দূর্ঘটনার শিকার হয় । ঘটনাস্থলে প্রাণ হারায় ইকবাল ও তার নাতনী। সামিয়াকে উন্নত চিকিৎসার জন্য েচমেক হাসপাতালে প্রেরণ করা হয়। প্রত্যক্ষদর্শী ভাষ্যমতে, মোটর সাইকেল ও ট্রাক উভয় কক্সবাজার মুখী ছিল। ট্রাকটি পাশ কাটতে গেলে চাকায় পিষ্ট হয়ে মারা যায় ইকবাল ও তার নাতনী এবং গুরুতর আহত হয় তার কন্যা সামিয়া। দোহাজারী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ী দুটি জব্দ করে এবং ফায়ার সার্ভিস কতৃপক্ষ লাশ উদ্ধার।
একইদিনে তিন ঘন্টার ব্যবধানে আবারো সড়ক দূর্ঘটনায় প্রাণ হারাল একজন। তার নাম আব্দুল মন্নান। সে চরম্বা ইউনিয়নের সিকদার পাড়া। তার পিতার নাম বশির আহমদ। ৪ ডিসম্বের সন্ধ্যা ৭ টার সময় আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা ব্রীজ এলাকায় দূর্ঘটনায় ঘটে। প্রত্যেক্ষদর্শীর ভাষ্যমতে, কক্সবাজার মুখি ট্রাকের সাথে বিপরীত মুথী সি.এন জি অটো রিকশার মৃখোমৃথী সংঘর্ষ হয়। এতে আব্দুল মন্নান নিহত হয়। আরো পাঁচ জন গুরুতর আহত হয়। আহতরা হলেন, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের রাউজান্য পাড়ার সাহেব মিয়ার পুত্র মোহাং রুবেল এবং ইউনুসের পুত্র মোহাং মামুন। পদুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের আব্দুল হাকিমের পুত্র শাহ আলম ও তার স্ত্রী ফরিদা ইয়াছমিন এবং ৮নং ওয়ার্ডের ধলিবিলা এলাকার দানু মিয়ার পুত্র কামাল হোসেন। হাইওয়ে থানা পুলিশ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থ হতে গাড়ী জব্দ করে তাদের হেফাজতে নিয়ে যায়। এই ঘটনায় পুলিশ আইগনগত ব্যবস্থা নিচ্ছে।
১৮ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ১৪ মিনিট আগে
৬ দিন ৯ ঘন্টা ১ মিনিট আগে
৮ দিন ২০ ঘন্টা ২৩ মিনিট আগে
১০ দিন ১৮ ঘন্টা ৪৬ মিনিট আগে
১১ দিন ১০ ঘন্টা ২১ মিনিট আগে
১১ দিন ১৮ ঘন্টা ১ মিনিট আগে