মুন্সি শাহাব্ উদ্দিন ( চট্টগ্রাম লোহাগাড়া) ঃ- মৃত্যু চিরসত্য। মানুষের জীবণে মৃত্যু অবধারিত। মৃত্যুর হাত থেকে পলায়ণ করার কোন সুযোগ নেই। তবে সেই মৃত্যু যদি একই পরিবারে একই সময়ে মা ও সন্তানের হয়, তাহলে শোকের সীমা থাকে না। এমনই এক রিদয় বিদারক ঘটনার সুত্র ও নিস্পত্তি হল লোহাগাড়া সদর ইউনয়েনের ১ নং ওয়ার্ডের দয়ার পাড়ায়।
ঘটনার বিবরণে জানা যায়, লোহাগাড়া সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড দয়ার পাড়া নিবাসী ও প্রবাসী আলহাজ্ব সমশুল ইসলাম প্রকাশ সমশু খরিফা গত ২৮/১০/২২ ইং তারিখ অসুস্থ হলে তার স্বজনরা তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। পরক্ষনে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হলে পথিমধ্যে সে ইন্তেকাল করেন। এদিকে কার মরণের খবর বাড়ীতে পৌছলে সবাই কান্নাকাটি করতে থাকে। এক পর্য্যায়ে তার অসুস্থ ৯০ বছরের অসুস্থ মা মরণের খবর শুনে তৎক্ষাণাৎ ষ্টোক করে মুত্যু বরণ করেন। এখবর শুনে এলকায় শোকের ছায়া নেমে আসে। রাত ১২.০০ টার দিকে মা- ছেলের দাফন সম্পন্ন হয়। মুত্যুকালে সে স্ত্রী সন্তান রেখে যান।
২ দিন ২ ঘন্টা ৫০ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৩৭ মিনিট আগে
৭ দিন ৪ ঘন্টা ৫৯ মিনিট আগে
৯ দিন ৩ ঘন্টা ২২ মিনিট আগে
৯ দিন ১৮ ঘন্টা ৫৭ মিনিট আগে
১০ দিন ২ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৩ দিন ১ ঘন্টা ২৬ মিনিট আগে