আলিফের কবর জেয়ারত করেন গণঅধিকার পরিষদ চট্রগ্রাম দক্ষিণ জেলা নেতৃবৃন্দ।
মুন্সি শাহাব উদ্দীন। বিশেষ প্রতিনিধি।
চট্রগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য লোহাগাড়া উপজেলার ফারেঙ্গা কৃতি সন্তান এডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জেয়ারতে আসেন বাংলাদেশ গণঅধিকার পরিষদ চট্রগ্রাম দক্ষিণ জেলার নেতারা। তাদের সাথে ছিলেন যুব অধিকার পরিষদ, ছাত্র পরিষদ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নেতৃবৃন্দরা চট্রগ্রাম শহর থেকে গাড়ীযোগে ফারেঙ্গা পৌঁছলে প্রায় মাগরিবের সময় হয়ে যায়। নামাজ আদায় করে সকলে আলিফের কবর জেয়ারতে অংশে অংশ নেন। দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে তার আত্বার মাগফিরাত কামণা করেন। কবর জেয়ারত জেয়ারত শেষে চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক ডাক্তার এমদাদুল হাসান বলেন, আমরা এই উপমহাদেশে সম্প্রীতির পরিবেশ বজায় রাখার চেষ্টা করি, মুসলিম অধ্যুষিত এলাকা হওয়ার পরও আমরা হিন্দু, বুদ্ধ মুসলিম সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করি, ইদানীং সময়ে আমরা দেখেছি ইসকন নামে একটি উগ্র ধর্মীয় সংঘটন দেশের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে তা ধ্বংস করার পায়তারা করছে, তারা সম্মানের জায়গা আদালত প্রাঙ্গণে নৃশংস ঘটনা করেছে, আমরা গণঅধিকার পরিষদের পক্ষ হতে তীব্র নিন্দা জানাচ্ছি,এরকম আর কোন যেমন কোন নৃশংস ঘটনাকে কেন্দ্র করে আর কোন যেন ঘটনা না হয় তা প্রশাসনকে বলব দোষিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করত। সদস্য সচিব এডভোকেট আরিফুল হক তায়েফ বলেন, আলিফ ভাই আমার খুব কাছের বড় ভাই ছিল এবং বৈষম্য বিরোধী আন্দোলনে আমার সহযোদ্ধা ছিল, বিনা মূল্য আইনী সহায়তা দিত, আমরা আজকে আলিফ ভাইকে হারালাম, কালকে হয়তো এই পরিস্থিতিতে পড়তে পারি, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সোনালি সুন্দর বাংলাদেশ গড়ব।
১ দিন ৬ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩ দিন ২১ ঘন্টা ৪৪ মিনিট আগে
৬ দিন ৯ ঘন্টা ৬ মিনিট আগে
৮ দিন ৭ ঘন্টা ২৯ মিনিট আগে
৮ দিন ২৩ ঘন্টা ৫ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
১২ দিন ৫ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৪ দিন ১১ ঘন্টা ৩৫ মিনিট আগে