মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় উত্তাল পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই জন নিখোঁজ হয়েছে । নিখোঁজ সৌম্য দাস ও নুরুল হক নাফিউ দু'জনই ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী । খবর পেয়ে মাওয়া নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে । চার ঘণ্টা অভিযান শেষে সৌম্যের নিথর মৃত দেহ উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ নুরুল হক নাফিউ নামে আরেক শিক্ষার্থী ।
মাওয়া নৌপুলিশ ফারির ইনচার্জ মোঃ মাহবুব হোসেন জানান, গত শুক্রবার ঢাকা থেকে চার বন্ধু মিলে আনুমানিক সকাল এগারোটার দিকে মাওয়া আসে । তারা স্পীডবোটে করে পদ্মানদীতে যায় এবং পদ্মাসেতুর ১৬নং পিয়ারের পাশের চরে ঘুরতে আসে । সেখানে স্পীডবোট থামিয়ে গোসল করতে নেমে দু'জন নিখোঁজ হয় । এ খবরে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযানে নামে এবং বিকাল চারটার দিকে সৌম্যের লাশ উদ্ধার করা হয় । নুরুল হক নাফিউকে উদ্ধারের জন্য অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন মাহবুব হোসেন । মৃত সব্যসাচী দাস সৌম্য (২৯) হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সাজন গ্রামের সরোজ দাসের ছেলে এবং নুরুল হক ঢাকার নতুন বাজারের শরিফুল হকের ছেলে বলে নিশ্চিত হওয়া গেছে ।
২৭২ দিন ১৭ ঘন্টা ১ মিনিট আগে
২৯৪ দিন ১৪ ঘন্টা ৪৯ মিনিট আগে
৬০৫ দিন ১৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
৬০৭ দিন ৯ ঘন্টা ১৩ মিনিট আগে
৬৭০ দিন ২০ ঘন্টা ৩৮ মিনিট আগে