মুন্সিগঞ্জের লৌহজংয়ে পারিবারিক কলহের জের ধরে বউ-শাশুড়ির মারামারিতে শ্বাশুড়ি হোসনেয়ারা বেগম (৪৫) নিহত হয়েছেন। গভীর রাতে মারামারির একপর্যায়ে উভয়েই বসত ঘরের বেড়া ভেঙে পাশের পুকুরে পড়ে যান। পরে পুকুর থেকে হোসনয়ারা বেগমের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
বুধবার (১২ জুন) দিবাগত রাতে উপজেলার বৌলতলী ইউনিয়নের শুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হোসনেয়ারা বেগম ওই এলাকার মো. বাবুল শেখের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে অনেক দিন ধরেই পুত্রবধূ লিমা আক্তারের (২৪) সঙ্গে শাশুড়ি হোসনেয়ারা বেগমের কলহ চলছিল। বুধবার রাত ১০ টার দিকে কলহ বাধে বউ-শ্বাশুড়ির মাঝে, অতঃপর রাতের খাবার শেষে প্রবাসী স্বামী আরিফের স্ত্রী লিমা আক্তার ঘরে ঘুমাতে যান। পরে রাত ১২টার দিকে সেই কলহের জেরে বউ-শাশুড়ি পুনরায় ঝগড়ায় লিপ্ত হয়। গন্ডগোল রূপ নেয় দুজনের মারামারিতে। ধস্তাধস্তির একপর্যায়ে বসতঘরের বেড়া ভেঙে উভয়েই পার্শ্ববর্তী পুকুরে পড়ে যান। এ সময় লিমা কোনোভাবে সাঁতরে ওপরে উঠতে পারলেও, হোসনেয়ারা বেগমের কোনো হদিস মিলছিল না। পরে এলাকাবাসী তাকে উদ্ধারের চেষ্টা করেন এবং পরবর্তীতে লৌহজং ফায়ার সার্ভিসকে ফোন দিলে রাত ৩ টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা মৃত অবস্থায় হোসনেয়ারা বেগমকে পুকুর থেকে উদ্ধার করেন।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম হোসেন জানান, পারিবার কলহের জেরে ঝগড়া করার সময় ধস্তাধস্তিতে দুজনকে পানিতে পড়ে যাওয়ার খবর পেয়েছি। পরবর্তীতে ফায়ার সার্ভিস নিহত একজনের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূ লিমাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
২৭১ দিন ২২ ঘন্টা ২৩ মিনিট আগে
২৯৩ দিন ২০ ঘন্টা ১০ মিনিট আগে
৬০৪ দিন ১৯ ঘন্টা ৯ মিনিট আগে
৬০৬ দিন ১৪ ঘন্টা ৩৪ মিনিট আগে
৬৭০ দিন ১ ঘন্টা ৫৯ মিনিট আগে