টাঙ্গাইলের মধুপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে মধুপুর উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে হযরত মোহাম্মদ (সা:) এর জীবনাদর্শ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, ইমাম, মুয়াজ্জিনরা উপস্থিত ছিলেন।
অপর দিকে, মধুপুর পৌর শহরের মালাউড়ি মক্কা মদিনা টাওয়ারে মধুপুর ওলামা মাসায়েখ ঐক্য পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা:)পালন অনুষ্ঠানের আয়োজন করে। মিলাদ, আলোচনা সভা, দোয়া,ওয়াজ মাহফিল ও জিকির আছকার করা হয়।
কাঠবওলা ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আতাউর রহমান মিয়াজী। আলহাজ্ব মো. আইয়ুব আলীর সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ আলোচক ছিলেন মধুপুর দরবার শরীফের পীর মাওলানা আবু হানিফ মধুপুরী, ধনবাড়ি বদলি আটা মাদরাসার প্রিন্সিপাল মুফতি আফজাল হোসেন, খিলগাতি দরবার শরীফের মাওলানা শিবলী রব্বানী প্রমুখ।
অনুষ্ঠানে ওলামা মাসায়েখ ছাড়া বিভিন্ন শ্রেনী পেশার লোকেরা উপস্থিত ছিলেন।
৯ ঘন্টা ৪ মিনিট আগে
১ দিন ৪ ঘন্টা ৪০ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ৬ মিনিট আগে
৯ দিন ১৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
১২ দিন ১১ ঘন্টা ৩০ মিনিট আগে
১৩ দিন ৭ ঘন্টা ১৯ মিনিট আগে
১৫ দিন ৪ ঘন্টা ২০ মিনিট আগে
১৬ দিন ৯ ঘন্টা ১৭ মিনিট আগে