টাঙ্গাইলের মধুপুরে তৃতীয় লিঙ্গের পরিচালিত স্বপ্নজয়ী স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ খাতা ,কলম , স্কুল ব্যাগ , টিফিন ও শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।
শুক্রবার ২৬ এপ্রিল সকালে স্বপ্নজয়ী স্কুলের উদ্যোগতা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাগরিকার নাসরীনের উদ্যোগে ও স্বপ্নজয়ী সংগঠনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরানস্থ বাংলাদেশ দূতাবাসে পদায়নকৃত ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ ইসলাম, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জ্বল, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুবনা আক্তার, উপজেলা নিবার্হী অফিসার জুবায়ের হোসেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সহকারী ম্যানেজার আহমেদ হোসেন, মির্জাপুর উপজেলা নির্বাহী কার্যালয়ের প্রসাশনিক কর্মকর্তা জুবদিল খান, প্রভাষক লিয়াকত হোসেন জনী, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী শিক্ষার্থী বৃন্দ, তৃতীয় লিঙ্গের নেতৃ প্রেমা , স্বপ্নজয়ী স্কুলের শিক্ষক ,শিক্ষার্থী প্রমুখ।
এসময় বক্তারা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী এবং তৃতীয় লিঙ্গের পরিচালিত স্বপ্নজয়ী স্কুলে তাদের সহযোগীতা আছে এবং থাকবে বলে আশ্বাস দেন। উপস্থিত তৃতীয় লিঙ্গের সদস্যদের উদ্দেশ্যে করে তারা বলেন , সমবায় সমিতি গঠনের মাধ্যমে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে আলোচনা করে তাদের জীবন মান উন্নয়নে সরকারি সহযোগিতা পেতে তাদের সহযোগীতা করা হবে।
এসময় নতুন শিক্ষা উপকরণ হাতে পেয়ে উচ্ছ্বসিত অভিভাবক ও শিক্ষার্থীরা।
২৩ ঘন্টা ২ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ০ মিনিট আগে
৪ দিন ২০ ঘন্টা ৪৯ মিনিট আগে
৮ দিন ১১ ঘন্টা ১২ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ৩২ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৫ দিন ২ ঘন্টা ৪৯ মিনিট আগে
২০ দিন ৮ ঘন্টা ১৭ মিনিট আগে