মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
বন্ধুমহল টাঙ্গাইল মধুপুরবাসী বেসরকারি সংগঠন মধুপুরে শিক্ষা উপকরণ বিতরণ করেছে। গতকাল সোমবার সকালে উপজেলার গোপিনথাপুর ও বেলচুঙ্গী ইমদাদুল উলুম গোরস্থান মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে আল কোরআন ও মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় মাদ্রসার হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো. রফিকুল ইসলাম, প্রধান অতিথি ছিলেন মো. হাফিজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন আউশনারা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য বাহারুল ইসলাম, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোপিনাপুর ও বেলচুঙ্গী ইমদাদুল উলম গোরস্থান মাদ্রাসার সাধারণ সম্পাদক আঃ খালেক, কোষাধ্যক্ষ মো. ফজলুল হক, মো. আঃ আজিজ মিয়া (অব) বাংলাদেশ সেনাবাহিনী, বন্ধুমহল টাঙ্গাইল মধুপুরবাসীর প্রধান উপদেষ্টা মোহাম্মদ লিয়াকত হোসেন জনী, সভাপতি মোহাম্মদ নাজিবুল বাশার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম-সম্পাদক খাইরুল আলম আকাশ, সহ যুগ্ম-সম্পাদক আরহান রুবেল, সহ অর্থ সম্পাদক সুজন মিয়া, রক্তের বন্ধন মধুপুর টাঙ্গাইলের আহবায়ক মো. রাজু আহমেদ প্রমূখ।
এ সময় শিক্ষার্থীদের মাঝে ১৫ আল কোরআন ও মিষ্টি বিরতণ করা হয়। বন্ধুমহল টাঙ্গাইল মধুপুরবাসী একটি বেসকারি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। ২০২১ সালের প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। এর আগেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপরকরণ, দরিদ্র মাঝে সেলাই মেশিন বিতরণ ও মহামারি কোভিড-১৯ এর সময় দরিদ্রদের মাঝে খাদ্য সহয়তাসহ বিভিন্ন সহয়তা করেছে। এই সংগঠনটি প্রাথমিক শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে পোশাক, শিক্ষা উপকরণ, এতিম, অসচ্ছল শিক্ষার্থী ও হাফেজদের মাঝে ইফতার বিতরণ, বিভিন্ন সেবামুলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।
২২ ঘন্টা ৫০ মিনিট আগে
২ দিন ৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
৪ দিন ২০ ঘন্টা ৩৭ মিনিট আগে
৮ দিন ১১ ঘন্টা ০ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ১৯ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ২৩ মিনিট আগে
১৫ দিন ২ ঘন্টা ৩৭ মিনিট আগে
২০ দিন ৮ ঘন্টা ৪ মিনিট আগে