টাঙ্গাইলের মধুপুরে হৃদয় নামের এক সেনা সদস্যের বাড়ীতে বিয়ের দাবিতে তিন দিন ধরে অনশন করছেন পারসি (২৬) নামের স্কুল শিক্ষিকা। পারসি ও তার প্রেমিক সেনা সদস্য রেজুয়ান হোসেন হৃদয় (২৯) মধুপুর উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের শোলাকুড়ী গ্রামের আবুল হোসেনের মেয়ে। সেনা সদস্য হৃদয় একই গ্রামের স্বপন মিয়ার ছেলে। পারসি বিয়ের দাবিতে তিন দিন যাবত অনশনে আছেন তার প্রেমিক সেনাবাহিনীর সদস্য রেজুয়ান হোসেন হৃদয়ের বাড়ীতে।
সরেজমিনে গেলে অনশনরত স্কুল শিক্ষিকা তরুণী জানান, গত প্রায় ১০ বছর ধরে রেজুয়ান হোসেন হৃদয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রেমের সুযোগ নিয়ে হৃদয় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে আবাসিক হোটেলে নিয়ে একাধিকবার ইচ্ছা বিরুদ্ধে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। দীর্ঘদিন যাবতই হৃদয়কে বিয়ের কথা বল্লে আমাকে অপেক্ষা করতে বলে। কিন্তু হঠাৎ করেই হৃদয় আমাকে বিয়ে না করে ময়মনসিংহের মুক্তাগাছা এলাকায় বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে।
স্কুল শিক্ষিকা পারসি খবর পেয়ে প্রেমিককে ফোনে যোগাযোগে চেষ্টা করে কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। পরে প্রেমিক হৃদয়ের বাড়ীতে এসে তার নানী কে ছাড়া আর কাউকে না পেয়ে আমি হৃদয়ের বাড়ীর ঘরে অবস্থান নিয়েছি। হৃদয়ের পক্ষের লোকেরা আমাকে বাড়ী থেকে বের করে দেয়ার জন্য অনেক টানা হেচড়া করেছে। আমি হৃদয়কে ছাড়া বাঁচব না হৃদয় আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। এখন সে তার পরিবারের চাপে আমাকে বিয়ে না করে অন্যত্র বিয়ে করতে যাচ্ছে। যদি হৃদয় আমাকে বিয়ে না করে আত্মহত্যা করবো।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে প্রেমিকা বিয়ের দাবিতে সেনাবাহিনীর সদস্য রেজুয়ান হোসেন হৃদয়ের ঘরে এসে উঠেন। তিন দিন ধরে অনশনে আছেন প্রেমিকা। এ বিষয়ে সেনা সদস্য হৃদয়ের বাড়ীতে কাউকে পাওয়া যায়নি। রেজুয়ান হোসেন হৃদয়কে একাধিকবার ফোন দিলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়। স্থানীরা জানান, রেজা হাসান, সবুজ মিয়া, আব্দুল খালেক ও আজাহার আলী সহ এলাকাবাসী জানান, ঘটনা সত্যি হলে অনশনরত ওই স্কুল শিক্ষিকা কে বিয়ে করে সামাজিক ভাবে স্ত্রীর মর্যাদা দেয়া প্রয়োজন।
মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াকুব আলী বলেন, অনশনরত স্কুল শিক্ষিকা তরুনী ও সেনাবাহিনীতে কর্মরত হৃদয় দুজনের প্রেমের সম্পর্কের বিষয়টি আমি জেনেছি। দুই পরিবারের সাথেই বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
২২ ঘন্টা ৫৭ মিনিট আগে
২ দিন ৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
৪ দিন ২০ ঘন্টা ৪৪ মিনিট আগে
৮ দিন ১১ ঘন্টা ৭ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ২৬ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ৩০ মিনিট আগে
১৫ দিন ২ ঘন্টা ৪৩ মিনিট আগে
২০ দিন ৮ ঘন্টা ১১ মিনিট আগে