"বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন" প্রতিপাদ্য বিষয় নিয়ে মধুপুরে ৫১তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। ৫ নভেম্বর সকালে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে পতাকা উত্তোলন করে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, এমপি, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান, উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, মির্জা বাড়ি ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, সমবায়ী বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত কৃষক ছানোয়ার হোসেন, ইদিলপুর বহুমুখী আনারস চাষী সমিতির সভাপতি ফজলুল হক ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার সাইফুল ইসলাম প্রমুখ।
পরে সেরা সমবায়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
২২ ঘন্টা ৫৩ মিনিট আগে
২ দিন ৩ ঘন্টা ৫০ মিনিট আগে
৪ দিন ২০ ঘন্টা ৪০ মিনিট আগে
৮ দিন ১১ ঘন্টা ৩ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ২২ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ২৬ মিনিট আগে
১৫ দিন ২ ঘন্টা ৪০ মিনিট আগে
২০ দিন ৮ ঘন্টা ৭ মিনিট আগে