টাঙ্গাইলের মধুপুরে বীর মুক্তিযোদ্ধা, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত একেএম জাকির হোসেন বাচ্চুকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
১৫ নভেম্বর বেলা ১১ টার দিকে পৌর শহরের টেংরি গোরস্থান ময়দানে জানাজা নামাজ শেষে তাঁকে সমাহিত করা হয়েছে। মধুপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, মধুপুর থানার ওসি( তদন্ত) মুরাদ হোসেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেনের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
পুলিশের একটি চৌকস দলের মাধ্যমে প্রয়াতের প্রতি সশস্ত্র গার্ড অব অনার প্রদান ও এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, সাবেক মেয়র মাসুদ পারভেজসহ মুক্তিযোদ্ধো সংসদের বীরমুক্তিযোদ্ধাগণ ও অসংখ্য গুণিজন এবং মুসুল্লি উপস্থিত ছিলেন।
২২ ঘন্টা ৫১ মিনিট আগে
২ দিন ৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪ দিন ২০ ঘন্টা ৩৮ মিনিট আগে
৮ দিন ১১ ঘন্টা ১ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ২১ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ২৪ মিনিট আগে
১৫ দিন ২ ঘন্টা ৩৮ মিনিট আগে
২০ দিন ৮ ঘন্টা ৬ মিনিট আগে